January 12, 2025

কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রশাসকের নুতন দায়িত্ব নিয়ে শুক্রবার থেকে কাজ শুরু করতে চলেছেন বিদায়ী পৌরপিতা কার্তিক চন্দ্র পাল-

1 min read

কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রশাসকের নুতন দায়িত্ব নিয়ে শুক্রবার থেকে কাজ শুরু করতে চলেছেন বিদায়ী পৌরপিতা কার্তিক চন্দ্র পাল

তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর–বৃহস্পতিবার কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতার ডাকা বিদায়ী সভা শেষের কিছুক্ষনের মধ্যেই সেই আকাঙ্খিত ম্যাসেজ নবান্নের পৌর দপ্তর থেকে।

কি সেই আকাক্ষিত ম্যাসেজটি?জানা যায় যেহেতু ২১শে মে কালিয়াগঞ্জ পৌর সভার কার্যকালের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হল তাই করোনা ভাইরাসের কারনে যেহেতু রাজ্যের কোন পৌরসভায় এই মুহূর্তে নির্বাচন কোনভাবেই সম্ভব নয় তাই প্রয়োজন প্রশাসক।আর সেই প্রশাসক নিয়োগের বার্তাটিই ম্যাসেজ হিসাবে পৌর সভার এসেছে।

 

।জানা যায় পৌর দপ্তর থেকে দুই সদস্যের প্রশাসক বোর্ডের প্রশাসক হিসাবে কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক চন্দ্র পালকে প্রশাসক নিযুক্ত করে কালিয়াগঞ্জ পৌর সভার উপ-পৌরপিতা বসন্ত রায়কে

 

সেই প্রশাসক বোর্ডের একজন সদস্য নিযুক্ত করা হয়েছে বলে জানা যায়।আগামী কাল শুক্রবার থেকে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতার পরিবর্তে পৌর সভার প্রশাসক হিসাবে কার্তিক চন্দ্র পাল তার নুতন দায়িত্বের কাজ শুরু করবেন বলে জানা যায়।এক প্রশ্নের উত্তরে কার্তিক পাল জানান

 

তিনি তৃণমূল দলের একজন সৈনিক মাত্র।তাকে তার নেত্রী যে কাজের দায়িত্ব দেবেন সেই দায়িত্ব তিনি তার সাধ্যমত মানুষের কল্যাণের জন্য এবং কালিয়াগঞ্জের উন্নয়নের স্বার্থে তা অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করবেন বলে জানান। পৌর প্রশাসকের নুতন দায়িত্ব পেয়েই তাকে এই গুরু দায়িত্ব দেওয়ায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পৌর দপ্তরের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিমকে অভিনন্দন জানান।প্রাক্তন পৌর পিতা পৌর প্রশাসকের দায়িত্ব পাওয়ায় পৌর সভার সর্বস্তরের কর্মীরা কার্তিক পালকে সম্বর্ধনা জানান।জানা যায় আগামী কাল থেকে পৌর নির্বাচন পর্যন্ত কার্তিক পালকে কালিয়াগঞ্জের পৌর নাগরিকগন পৌরসভার পৌর পিতার পরিবর্তে পৌর প্রশাসক হিসাবে দেখতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *