বুধবার সকালে বাহাত্তর জন পরিযায়ী শ্রমিক মুম্বাই থেকে ফিরে ধুকুরঝাড়ি,কৃষ্ণবাটির হোম কোয়ারাইন্টিনে –
1 min readবুধবার সকালে বাহাত্তর জন পরিযায়ী শ্রমিক মুম্বাই থেকে ফিরে ধুকুরঝাড়ি,কৃষ্ণবাটির হোম কোয়ারাইন্টিনে –
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর–বুধবার সাত সকালেই মুম্বাই থেকে লাক্সারি বাসে করে পরিযায়ী শ্রমিকদের একটি দল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে এসে পৌঁছায় বলে
জানা যায়।মুম্বাই থেকে ফেরা এই লাক্সারি কোচে কালিয়াগঞ্জ ও হেমতাবাদ ব্লকের ধুকুরঝাড়ি ও কৃষ্ণ বাটি অঞ্চলের ৭২ জন পরিযায়ী শ্রমিক ঘরে ফেরার আগে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে
পৌভ্যালে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সবাইকে থার্মাল গান দিয়ে প্রাথমিক চেকআপ করার পর তাদের ধুকুরঝাড়ি এবং কৃষ্ণবাটিতে নিজ নিজ হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেবার ব্যবস্থা করা হয় বলে জানা যায়।
জানা যায় দিল্লি থেকেও একটি ট্রেলার ভর্তি পরিযায়ী শ্রমিকরা ঢুকেছে।তাদের সম্ভবত মুস্তাফা নগর অঞ্চলের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও দিল্লির গুরগাঁও থেকেও বুধবার আর একটি লাক্সারি গাড়ি ভর্তি পরিযায়ী শ্রমিকদের দল কালিয়াগঞ্জে আসে। এদিকে যখনই কালিয়াগঞ্জ ব্লকের
বিভিন্ন গ্রামে পরিযায়ী শ্রমিকরা দীর্ঘ দিন বাদে এসে ঢুকছে তখনই সেই সেই গ্রামের গ্রামবাসীদের আতঙ্কের পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে বলে গ্রাম বাসীরা জানায়।কারন কালিয়াগঞ্জ ব্লকের যে গ্রামগুলি এতদিন নিশ্চিতে ছিল তারা এখন অনিশ্চয়তার আশঙ্কায় দিন কাটাচ্ছে বলে খবরে প্রকাশ।