ডালিমগাও কন্টেনমেন্ট জোন পরিদর্শনে রায়গঞ্জ পুলিশ সুপার সুমিত কুমার
1 min readডালিমগাও কন্টেনমেন্ট জোন পরিদর্শনে রায়গঞ্জ পুলিশ সুপার সুমিত কুমার
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর–বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাও কন্টেনমেন্ট জোন পরিদর্শন করলেন রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার।বুধবার দুপুরে পুলিশ সুপার সুমিত কুমার ডালিমগাও এর করোনা পজেটিভ আক্রান্ত
এলাকা ডালিমগাওযের মাস্টারপাড়ার কোনটাইনমেন্ট জোন যেটি মঙ্গলবার রাতেই প্রস্তুত করা হয়েছে তার সমস্ত দিক খতিয়ে দেখতেই তিনি সেখানে হাজির হন। জানা যায় জেলা পুলিশ সুপারের সাথে ডি এস পি রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই ছিলেন।: বুধবার সকালে ডালিমগাও নেহালুপাড়ায় তথা পীড় পুকুর এলাকায় বিভিন্ন ধরনের বাজার বন্ধ করে দেবার জন্য মাইকিং করে বলে দেয় এই এলাকায় বাজারঘাট সমস্ত বন্ধ রাখার জন্য আবেদন করা হয়। জানা যায় গত কাল রাতেই কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের দ্রুত তৎপরতায় করোনা পজেটিভ আক্রান্ত তিন জনের সাথে তাদের পরিবারের মোট ১৫,জন কে নিয়ে রায়গঞ্জ কোভিড হাসপাতালে তাদের ভর্তি করা হয়। খোঁজ নিয়ে জানা যায় আক্রান্ত এলাকায় করোনা সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়।যাঁদের কাজ হবে কোনটাইনমেন্ট জোনে ধন কোল গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় সেখানকার এলাকায় স্যানেতাইজেশন করার কাজ থেকে সবরকম জমস্যা সমাধ্যনে তারা এগিয়ে আসবেন বলে জানা যায়।