January 12, 2025

ভুল তথ্য ও গুজব ভেঙে দিচ্ছে মানুষের মনোবল

1 min read

ভুল তথ্য ও গুজব ভেঙে দিচ্ছে মানুষের মনোবল

কৃতিমান বিশ্বাস ,রায়গঞ্জ মরন ভাইরাস করোনা গ্রাস করেছে সাধারণ মানুষের মুখের অন্ন। বহু অসহায় গরীব দুস্থ মানুষের জীবনযাত্রা আজ স্তব্ধ হয়ে গিয়েছে। আগামী দিনে কিভাবে গরীব অসহায় মানুষদের জীবনযাত্রা চলবে তা ভেবে তারা চিন্তিত। বহু মানুষ একমুঠো ভাতের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। অসহায় খেটে খাওয়া মানুষ গুলি আজ চাকরিহীন ।

থমকে দাঁড়িয়েছে তাদের জীবনযাত্রা। অনেক খেটে খাওয়া অসহায় ভিনদেশে আটকে পড়া পরিযায়ী শ্রমিকেরা আজ শূন্য হাতে দেশে ফিরছে। অনেকে হয়তো করোনার বিষধর ছোবলের শিকার ও হয়েছে। মানুষের মনে যখন এই মরন ভাইরাস কালো মেঘের মত ছেয়ে আছে। সাধারন মানুষকে যখন প্রতিনিয়ত গ্রাস করে চলেছে এই মরণ ভাইরাস-তখন কিছু কিছু মানুষ প্রতিনিয়তই ভুল তথ্য গুজব ছড়িয়ে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করছে । এমনিতেই মানুষ প্রতিনিয়ত নিজের রক্ষার্থে লড়াই করে চলেছে এই নিষ্ঠুর মারমুখী মরণ ভাইরাসের বিরুদ্ধে। কিন্তু এই গুজব ও ভুল তথ্য মানুষের লড়াই করার মনোভাব কে অনেকটাই দুর্বল করে দিচ্ছে-ভেঙে দিচ্ছে মানুষের মনের সাহস। নষ্ট করে দিচ্ছে মানুষের লড়াই করার মানসিকতাকে । মানুষ প্রতিনিয়তই চেষ্টা করে চলেছে এই মরন ভাইরাস কে পেছনে ফেলে এগিয়ে চলার। বহু মানুষ এই ভয়াবহ মরণ ভাইরাসের ছোবলের হাত থেকে নিজেকে ও নিজের পরিবারকে বাঁচাতেপ্রায় প্রতিনিয়তই করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। মানুষ আগামী দিনে স্বস্তির নিঃশ্বাস ফেলার স্বপ্ন দেখছে। কিন্তু এই গুজব ও ভুল তথ্য মানুষের এগিয়ে যাওয়ার পথে তাদের বাধা সৃষ্টি করছে। ভুল তথ্য ও গুজবএই মরণ ভাইরাসের বিরুদ্ধে এগিয়ে যাওয়া মানুষগুলির মনোবল ভেঙে চুরমার করে দিচ্ছে। পিছিয়ে পড়ছে মানুষ তার নিত্য দৈনন্দিন জীবনে। গুজবের শিকার হয়ে বহু অসহায় দীন দরিদ্র পরিবারগুলি আজ দিশাহীন হয়ে পড়ছে। করে তুলছে তাদের মনকে অন্ধকারাচ্ছন্ন। বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামের কবিতার কিছু লাইন আজ সমগ্র মানব সভ্যতাকে এই নিষ্ঠুর মরণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রেরণা যোগাচ্ছে। তিনি বলেছিলেন:-“ধ্বংস দেখে ভয় কেন তোর?- প্রলয়নূতনসৃজন-বেদন!আসছে নবীন- জীবন-হারা অসুন্দরের করতে ছেদন!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *