রায়গঞ্জে শ্রমিক স্পেশাল ট্রেনে উত্তর দিনাজপুর জেলার পরিযায়ী শ্রমিকরা দুইমাস পরে ঘরে ফিরলো
1 min readরায়গঞ্জে শ্রমিক স্পেশাল ট্রেনে উত্তর দিনাজপুর জেলার পরিযায়ী শ্রমিকরা দুইমাস পরে ঘরে ফিরলো
দেশের সর্বত্র লকডাউন চলছে। চতুর্থ দফায় লকডাউন শুরু হয়েছে গতকাল থেকে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নেয়া নিয়েছে। তারই ফলস্বরূপ আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রেল স্টেশনে এসে পৌছালো শ্রমিক স্পেশাল ট্রেন।
যে ট্রেনে ছিল ৬৮ জন পরিযায়ী শ্রমিক। আজ রায়গঞ্জ রেল স্টেশনে পৌঁছানো মাত্রই যাত্রীদের প্রথমে শারীরিক পরীক্ষা করা হয় এরপর জল ও মা স্ক তুলে দেয়া হয় তাদের কাছে।
রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস জানান, ব্লক, পুর প্রশাসন, জেলা প্রশাসন জেলা পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের সমন্বয় রেখে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া সেই সমস্ত শ্রমিকরা আজ রায়গঞ্জ স্টেশনে পৌঁছানোর পর তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করে তারা।
তিনি বলেন থার্মাল স্ক্যানিং করার পর তাদেরকে জল এবং খাবারের ব্যবস্থা করা হয়। তিনি বলেন বিভিন্ন জায়গায় যেগুলো কোয়ারান্টাইন সেন্টারের করা হয়েছে সেগুলোতেই আপাতত কোয়ারান্টাইনেই (Quarantine) থাকবে এই সমস্ত শ্রমিকরা। যদি দেখা যায় তাদের মধ্যে কোন উপসর্গ তাহলে নমুনা পরীক্ষা করে পাঠানোর ব্যবস্থা করা হবে