করোনা যোদ্ধাদের সন্মান জানাতে অভিনব উদ্যোগ সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশনের-
1 min readকরোনা যোদ্ধাদের সন্মান জানাতে অভিনব উদ্যোগ সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশনের-
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–খেলা ধুলাতেই শুধুমাত্র দক্ষিণ দিনাজপুরের সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশন সীমাবদ্ধ থাকেনা।খেলাধুলার সাথে সাথে সমাজের দুঃসময়েও মানুষের পাশে থাকতে চায়।সেই কারণেই করোনায় লকডাউনের ঘরবন্দি দুস্থ মানুষদের ত্রাণ দেবার পাশাপাশি মঙ্গলবার করোনা যুদ্ধের সামনে থাকা যোদ্ধাদের সন্মান জানানোর ব্যবস্থা করলো বালুরঘাট সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশন।মঙ্গলবার সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট
পৌর সভার সাফাই কর্মী,বালুরঘাট শহরের পুলিশ কর্মীর সাথে সাথে বালুরঘাট জেলা হাসপাতালের সমস্ত স্বাস্থ কর্মীদের সম্বর্ধনা দেওয়া হল। বালুরঘাট সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশনের কর্নধার গৌতম গোস্বামী বলেন করোনা ভাইরাস প্রতিরোধে যে ভাবে নিজেদের জীবন বিপন্ন করে রাতদিন এককরে সমাজসেবায় আত্মনিয়োগ করে চলেছেন তা এক কথায় অভিনন্দন যোগ্য ।সি এ বি র এপেক্স কমিটির সদস্য গৌতম গোস্বামী সম্বর্ধনা কারীদের মাথায় ফুল ছিটিয়ে হাতে ঠান্ডা পানীয় এবং বিস্কুটের প্যাকেট তুলে দেন বলে জানা যায়।সংস্কৃতির শহর বালুরঘাটের সমস্ত শ্রেণীর মানুষজন এই ধরনের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।