December 28, 2024

উত্তর দিনাজপুর জেলায় তিনজন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। যাবার সময় পেলেন স্বাস্থ্য দপ্তরের অভিনন্দন।

1 min read

উত্তর দিনাজপুর জেলায় তিনজন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। যাবার সময় পেলেন স্বাস্থ্য দপ্তরের অভিনন্দন।

এই মুহূর্তে সবচেয়ে আনন্দের খবর উত্তর দিনাজপুর জেলার বাসীদের কাছে। করণায় আক্রান্ত যে সমস্ত রোগীরা ভর্তি হয়েছিল রায়গঞ্জে। তাদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে আজ বাড়ি ফিরল।  বিশ্বজুড়ে মহামারী আতঙ্কের মাঝেই কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস উত্তর দিনাজপুর জেলার বাসীদের কাছে।আজ রায়গঞ্জের কোভিড হাসপাতাল থেকে তাদের ছেড়ে দেওয়া হয় ।

ফেরার সময় এই তিনজন সুস্থ ব্যক্তিকে ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। শুধু তাই নয় জেলায় করোনা আক্রান্ত ১১ জনের মধ্যে তিনজন কে সুস্থ করে তোলায় সাধার মানুষরা অভিনন্দন জানাচ্ছে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনকে প্রশাসনকে। এই খবর চাউর হতেই উত্তর দিনাজপুর জেলায় খুশির হাওয়া বইতে শুরু করেছে।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানান, রায়গঞ্জ ও হেমতাবাদ ব্লকের তিনজন করোনা মুক্ত হয়েছে। আইসিএমআর গাইডলাইন ও সমস্ত প্রটোকল মেনেই এই তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। মুখ্য স্বাস্থ্য আধিকারিক আরো জানান এই তিনজন আগামী দুই সপ্তাহ বাড়িতেই হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..