পিপিলস ফর এনিম্যালস সুভাসগঞ্জে অভিযান চালিয়ে প্রচুর টিয়া উদ্ধার করলো
1 min readপিপিলস ফর এনিম্যালস সুভাসগঞ্জে অভিযান চালিয়ে প্রচুর টিয়া উদ্ধার করলো
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের সুভাষ গঞ্জের নশরতপুর কাটাবাড়ি থেকে প্রচুর টিয়া পাখি উদ্ধার করলো উত্তরদিনাজপুর পিপল ফর এনিমেলস।
গোপন সূত্রে খবর পেয়ে উত্তরদিনাজপুর পিপল ফর এনিম্যালসের সম্পাদক গৌতম তান্তিয়ার নেতৃত্বে অপর দুই সদস্য অতলান্ত চৌধরী এবং বরুণ চক্রবর্তী কে নিয়ে বেশ কিছু বাড়িতে অভিযান চালায়।
এরপর অনেক কাঠখড় পুড়িয়ে সেখান থেকেই টিয়া পাখিগুলি উদ্ধার করে । এই পাখিগুলোকে ফাঁদ পেতে ভুট্টাক্ষেত থেকে ধরা হয়েছিল সেখানে কিছু বাচ্চা ছেলে এগুলোকে ধরেছিল।যারা এই পাখি ধরার সাথে যুক্ত সেইসব ছেলেদের এবং।তাদের অভিভাবকদের সচেতন করা হয।
বাচ্চাদের সচেতন করা হয যে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ভারতীয় কোন পাখি ধরা বা বিক্রি করা যায় না। টিয়া পাখি গুলি উদ্ধার করা হয়েছে।সম্পাদক গৌতম বাবু বলেন উদ্ধার করা টিয়া পাখিগুলি তুলে দেওয়া হবে বনদপ্তর এর হাতে।উদ্ধার করা পাখিগুলোর মধ্যে অনেকগুলো পাখির ডানা কাটা ও কিছু পাখি অসুস্থ। সেগুলোর চিকিৎসা করে জঙ্গলে ছাড়া হবে।