কালিয়াগঞ্জ ও হেমতাবাদে রেশনের আটার মধ্যে প্লাস্টিক জাতীয় দ্রব্য মেলায় আতঙ্ক?
1 min readকালিয়াগঞ্জ ও হেমতাবাদে রেশনের আটার মধ্যে প্লাস্টিক জাতীয় দ্রব্য মেলায় আতঙ্ক?
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–(উত্তর দিনাজপুর)–করোনা ভাইরাসের আতঙ্কে যখন সারা রাজ্যের মানুষ আতঙ্কিত হয়ে ঘর বন্দি।সেই সময় খাদ্যদ্রব্যে রেশনের দেওয়া আটার মধ্যে আবার নুতন করে প্লাস্টিক জাতীয় বড় উপসর্গ এসে হাজির হওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে বলে জানা যায়।সম্প্রতি কালিয়াগঞ্জ এবং হেমতাবাদের কিছু কিছু বাড়িতে পাওয়া যাচ্ছে
রেশনের দেওয়া আটার মধ্যে প্লাস্টিক জাতীয় দ্রব্য।যা জনমানসের মধ্যে আর একটা আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ছে।আসলে এই মুহূর্তে এক শ্রেণীর সুযোগ সন্ধানী ব্যবসায়ী করোনার ভাইরাসের সুযোগকে হাতিয়ার করে ব্যাপক মুনাফার লোভে আটার মধ্যে প্লাস্টিক জাতীয় দ্রব্য মিশিয়ে নিজের কার্য সিদ্ধিতে ব্যাস্ত হয়ে পড়েছে।আসলে অভুক্ত মানুষদের সামনে যে যা দিচ্ছে তা পেতেই ব্যাস্ত।আর এই সুযোগ কে কাজে লাগিয়ে একশ্রেণীর সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা দিব্যি ইচ্ছা মত এইসব ভেজাল মিশিয়ে
দেবার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ডামা ডোলের বাজারে করোনা নিয়ে সরকার ব্যস্ত থাকায় সরকারের যে খাদ্যপ্রক্রিয়া করন দপ্তর আছে তাদের এসব নিয়ে কোন মাথা ব্যাথা নেই।ফলে সুযোগ সন্ধানী মুনাফালোভী ব্যবসায়ীরা অবাধে এই কুকর্ম করবার বিরাট সুযোগের সদ্ব্যবহার করবার সুযোগকে কোন ভাবেই হাতছাড়া করছে না।সরকারের উচিত অবিলম্বে এই অভিযোগের তদন্ত শুরু করে এই সমস্ত ভেজালকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।জানা যায় উত্তর দিনাজপুরে র কালিয়াগঞ্জ এবং হেমতাবাদের অনেক বাড়িতেই রুটি বানানোর সময় দেখতে পায় আটা মাখার সময় আটার মধ্যে প্লাস্টিক জাতীয় দ্রব্যের সন্ধান।কালিয়াগঞ্জ শহরের সাধারণ মানুষের বক্তব্য কালিয়াগঞ্জ পৌর সভার স্যানিটারী বিভাগের বিভাগীয় আধিকারিক অবিলম্বে এর সত্যতা যাচাই করবার জন্য পৌর সভায় বসে না থেকে এ ব্যাপারে তদন্ত শুরু করে এর আসল রহস্য উদঘাটন করুক। জানা যায় এই অভিযোগ শুধু যে কালিয়াগঞ্জ ও হেমতাবাদের কিছু মানুষের তা নয়।এই অভিযোগ দেখা যাচ্ছে মালদা জেলার গাজোল ও শিলিগুড়ির এলাকাতেও অনেকেই করেছেন। কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পালের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন এই অভিযোগ অত্যন্ত মারাত্মক।তিনি অবিলম্বে এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে এর রহস্য উদ্ঘাটনে তৎপর হবেন বলে জানান।এ ব্যাপারে কালিয়াগঞ্জের খাদ্য দপ্তরের পরিদর্শক সুমন্ত গোস্বামীকে রেশনের দেওয়া আটায় কিছু কিছু ক্ষেত্রে প্লাস্টিক পাওয়া যাচ্ছে প্রশ্ন করলে তিনি বলেন তার কাছে এই ধরনের অভিযোগ আসায় তিনি রেশনের আটার স্যাম্পল নিয়ে বিডিও অফিসে যথারীতি পাঠিয়ে দিয়েছেন।এখন এই ব্যাপারটা দেখবে কোয়ালিটি কন্ট্রোল বোর্ড।