কালিয়াগঞ্জ এ কংগ্রেসের কাউন্সিলরের ফেসবুকে বিজেপির ঝান্ডা।এটা কিসের ইঙ্গিত ?
1 min readকালিয়াগঞ্জ এ কংগ্রেসের কাউন্সিলরের ফেসবুকে বিজেপির ঝান্ডা।এটা কিসের ইঙ্গিত ?
তন্ময় চক্রবর্তী কালিয়াগঞ্জ এ কংগ্রেসের কাউন্সিলরের ফেসবুকে বিজেপির ঝান্ডা। লকডাউন চলছে সর্বত্র। মানুষ গৃহবন্দি অবস্থায় রয়েছে। এখন একটাই সম্বল নেটের দুনিয়ায় নিজেকে কিভাবে তুলে ধরা যাবে সকলের সামনে। তাতে কারো নীতির বিরুদ্ধে যদি কোন কিছু হয় ও তাতে কিছু আসে যায় না। তাই দেখা যাচ্ছে এখন ফেসবুকে রাজনীতিবিদ থেকে আরম্ভ করে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের বিভিন্ন ধরনের কীর্তি। আজ কালিয়াগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুরি দত্ত দামের ফেসবুক একাউন্টে বিজেপির ঝান্ডা উড়তে দেখা যায় শহরে ব্যাপক শোরগোল শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। তবে কি এবার পরিবর্তন আসছে ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপির হাত ধরে।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এ কংগ্রেস কোণঠাসা হয়ে যাওয়ার ফলে মঞ্জুরি দত্ত দাম কংগ্রেসের কাউন্সিলর হলেও তিনি তার কাজ কর্মের মাধ্যমে ওয়ার্ড বাসীর কাছে নজর কাড়তে পারেনি তার একটি মাত্র কারণ তিনি যে দলে আছেন এখন সেই কংগ্রেস দলের এখানে কোনো প্রভাব নেই। বিগত দিনে যে কংগ্রেস ছিল কালিয়াগঞ্জে আজ তার ছিটেফোঁটাও দেখতে পাওয়া যায় না শহরে। তাই শহরের মানুষরা গুঞ্জন করে বলছেন এবার কি তাহলে কংগ্রেসের কাউন্সিলর ডিগবাজি খেতে চলছেন পদ্মফুলে ? তারই একটা ইঙ্গিত আজ মিলছে যখন কংগ্রেসের এই কাউন্সিলার নিজে যখন তার ফেসবুক অ্যাকাউন্টে বিজেপির ঝান্ডা দিয়ে একটি পোস্ট করে সকলের কাছে বার্তা দিচ্ছে যে ২০২১ সালে ঘরে ঘরে নাকি বিজেপির ঝান্ডা উড়বে। যে কংগ্রেস এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জাতীয় স্তরে বিজেপি দল সেই কংগ্রেসের একজন কাউন্সিলর হয়ে এই ধরনের পোস্ট করার স্বভাবতই সকলের মধ্যে একটা কৌতূহলের বিষয় জন্মায়। তাহলে কি এবার কংগ্রেস দল ত্যাগ করে কাউন্সিলার মঞ্জুরী দত্ত দাম পদ্মফুল শিবিরে নাম লেখাবে।