লকডাউন এর জুয়া খেলা চলছে রমরমা ভাবে
1 min readলকডাউন এর জুয়া খেলা চলছে রমরমা ভাবে
লক ডাউন এর মধ্যে আর পাঁচজন যখন গৃহবন্দী ঠিক তখন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের খাতুরিয়া তে কিছু উঠতি যুবক খোলা মাঠে
একসাথে বসে দেদারসে জুয়া খেলতে ব্যস্ত। এদের কারও ছিল না মুখে মাক্স ছিল না তাদের মধ্যে সামাজিক দূরত্ব।