December 28, 2024

লকডাউন, তবুও দূরবর্তী শাকদুয়ারে অসুস্থ ষাঁড় এর চিকিৎসায় উঃ দিঃ পিপল ফর এনিম্যালস

1 min read

লকডাউন, তবুও দূরবর্তী শাকদুয়ারে অসুস্থ ষাঁড় এর চিকিৎসায় উঃ দিঃ পিপল ফর এনিম্যালস

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–পুরো লকডাউনের মধ্যেও উত্তর দিনাজপুর পিপিলস ফর এনিম্যালসের সদস্যরা জীবন বিপন্ন করে সেবা মূলক কাজ করে বহলেছে।

শাকদুয়ার এর গ্রামবাসীদের বিশ্বাস ছিল যে পিপল ফর এনিমেলস এর গৌতম বাবু কে ফোন করলে হয়তো ষাড় গরুটি বেঁচে যাবে। কয়েকদিন আগেই ফোন এসেছিল যে বিরঘই অঞ্চলের শাকদুয়ার গ্রামে একটি ভবঘুরে ষাঁড় গরুর শিং ভেঙ্গে প্রচন্ড রক্তপাত হচ্ছিল এবং সেই জায়গাতে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল ।আমাদের ক্ষমতা সীমিত থাকলেও গ্রামবাসীদের বিশ্বাসকে মর্যাদা দিতে মুমূর্ষ গরুটির চিকিৎসার জন্য ছুটে গিয়েছিল আমাদেরই সদস্য রাজন শর্মা, সোমেন দাস এবং তাপস দাস । প্রয়োজনীয় ওষুধপত্র কিনে কয়েকদিন ধরে গরুটির চিকিৎসা চলছে এই গ্রামেরই শংকর বর্মন দেড় ফুট বর্মন, গোবিন্দ রায় ,শিব বর্মন এবং আরো বেশ কিছু গ্রামবাসীদের সহযোগিতায়। রজন শর্মা এবং তাপস দাস এর অক্লান্ত পরিশ্রম ও চিকিৎসার পর ষাড় গরুটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে ।পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ সেই গ্রামবাসীদের যারা ষাঁড় টির চিকিৎসার জন্য উদ্যোগী হয়েছে ।এই ভাবেই পশুপ্রেমী সংগঠন কাজ করে চলেছে গ্রামে -গঞ্জে ,শহরে উত্তর দিনাজপুর জেলা জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন সদস্যদের সহযোগিতায়। প্রাণী সম্পদ বিকাশ বিভাগ কেও ধন্যবাদ জানানো হচ্ছে কারণ উত্তর দিনাজপুর প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা পঙ্কজ মণ্ডল মহাশয়ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।অসুস্থ ষাড় টির চিকিৎসার জন্য তিনি বেশ কিছু ঔষধপত্র তুলে দিয়েছেন পশুপ্রেমী সংগঠনের হাতে এবং করোনা সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য তিনি কিছু মাস্ক এবং স্যানিটাইজারও দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..