রায়গঞ্জ ও হেমতাবাদ এর কোয়ারেন্টাইন জোনগুলিতে আজ থেকে শুরু হলো ড্রোনের মাধ্যমে নজরদারি
1 min readরায়গঞ্জ ও হেমতাবাদ এর কোয়ারেন্টাইন জোনগুলিতে আজ থেকে শুরু হলো ড্রোনের মাধ্যমে নজরদারি
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও হেমতাবাদের কোয়ারেন্টাইন জোন গুলিতে কঠোর নজর দাড়ি রাখতে বৃহস্পতিবার থেকে ড্রোনের সাহায্যে নজর দাঁড়ির ব্যবস্থা করা হল।সাংবাদিকদের এই খবর দিয়ে রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ নিকেতা ফনিং বলেন রায়গঞ্জ
এবং হেমতাবাদের সমস্ত কোয়ারেন্টাইন এলাকায় পুলিশ করা নজরদারি রাখলেও আমরা সতর্কতা অবলম্বনের জন্য এই ব্যবস্থা নিয়েছি।ড্রোনের মাধ্যমে এই কাজ অনেক দিন ধরেই চলবে বলে তিনি জানান।
তিনি বলেন বিশেষ করে সেই সমস্ত এলাকায় সাধারণ মানুষ সরকারি বিধি নিষেধ গুলো ঠিকঠাক মানছেন কিনা তা খতিয়ে দেখতে রায়গঞ্জ
জেলা পুলিশ এই উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলায় ৫ জন এর দেহে করনা পজিটিভ পাওয়া গিয়েছে।