December 26, 2024

১২হাজার মহিলা স্বর্ণজয়ন্তী মহিলা গ্রূপের সদস্যাদের হাতে কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক চন্দ্র পাল ত্রাণ তুলে দিয়ে সত্যি সত্যিই হিরো হলেন

1 min read

১২হাজার মহিলা স্বর্ণজয়ন্তী মহিলা গ্রূপের সদস্যাদের হাতে কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক চন্দ্র পাল ত্রাণ তুলে দিয়ে সত্যি সত্যিই হিরো হলেন

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–না অবাক হবেন না ।যদিও অবাক হবার মতই কথা।উত্তরবঙ্গ শুধু বলবো কেন সারা রাজ্যের কোন পৌর সভার পৌরপিতা এক সাথে বারো হাজার

স্বর্ণ জয়ন্তী মহিলা সদস্যাদের হাতে করোনা ভাইরাসের কারনে লকডাউনের ঘর্বন্দি থাকার বিপদ স্বরূপ সবার হাতে সোমবার কালিয়াগঞ্জ পৌর সভায় পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বর্ণ জয়ন্তী মহিলাদের হাতে ত্রাণ তুলে

 

দিয়ে একটি ঐতিহাসিক কাজ সম্পন্ন করলো। দুস্থ্য স্বর্ণজয়ন্তী গ্রূপের অজস্র মহিলারা পৌর পিতাকে তার বিদায় বেলার দুহাত তুলে আশিবাদ জানালেন।কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক পাল জানান তার

পৌর পিতার দায়িত্ব শেষ হচ্ছে সেই কারণেই এই সমস্ত স্বর্নজয়ন্তীর মহিলাদের ত্রাণ দিচ্ছি একদম ঠিক নয়।কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে কালিয়াগঞ্জের সমস্ত হত দরিদ্র পরিবার যারা প্রকৃত অর্থেই দরিদ্র তাদের একটু ডাল ভাত খাবার ব্যবস্থা করেছি পৌরসভার পক্ষ থেকে।তিনি বলেন আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ পৌর সভার দরিদ্র মানুষেরা কোন ভাবেই যেন এই লকডাউনের সময় অসুবিধায় না থাকে।যেহেতু তারা কাজ করবার সুযোগ না পেয়ে ঘর বন্দি হয়ে আছে তাই মা মাটি সরকারের একজন সৈনিক হয়ে সরকারি নির্দেশে মেনে আমি এই কাজ গুলো করছি মাত্র।পৌরপিতা জানান যতক্ষন দায়িত্বে থাকবো মানুষের জন্য কাজ করবো।আর দায়িত্বে না থেকেই মানুষের জন্য কাজ করার আন্তরিক ইচ্ছা থাকলে অনেক সামাজিক কাজ করা যায়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *