December 26, 2024

১৩ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় করোনা আতঙ্কে আতঙ্কিত হয়ে অবশেষ বহিরাগত রুখতে ব্যারিকেড

1 min read

১৩ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় করোনা আতঙ্কে আতঙ্কিত হয়ে অবশেষ বহিরাগত রুখতে ব্যারিকেড

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–অবশেষ কালিয়াগঞ্জ পৌর সভার ১৩ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় কার্তিক দত্ত লেনেও বাঁশ দিয়ে ব্যারিকেড দিতে বাধ্য হল এলাকার জনগন।

ব্যারিকেড দেবার কারন হিসাবে পাড়ার বিশিষ্ট ব্যক্তিরা জানালেন তাদের পাড়ায় অন্য পাড়ার বহিরাগত মানুষজন হামেশাই আসছে।অকারণে জটলা হচ্ছে।এই কঠিন সময়ে কোন ভাবেই একত্রিত হয়ে জটলা করা মানেই নিজের

ক্ষতি থেকে পাড়ার ক্ষতি হয়ে যেতে পারে।তাই সতর্কতা নিতেই এই কঠিন সিধান্ত পাড়ার মানুষজন নিয়েছেন। করোনার আতঙ্কে আতঙ্কিত হয়েই ব্যারিকেড দেওয়া হয়েছে।তাদের কোন ভাবেই অসম্মান করা পাড়ার মানুষের উদ্দেশ্য নয়।কারন মানুষ আপন হলেও রোগ কারো আপন নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *