December 26, 2024

সস্তায় মিষ্টি কুমড়া বিক্রি করতে এসে বিপন্ন সব্জি ব্যবসায়ী কালিয়াগঞ্জে

1 min read

সস্তায় মিষ্টি কুমড়া বিক্রি করতে এসে বিপন্ন সব্জি ব্যবসায়ী কালিয়াগঞ্জে

তপন চক্রবর্তী–,কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–রবিবার সকালে মহেন্দ্রগঞ্জ বাজারে এক ট্রাক মিষ্টি কুমড়া বাজারে এলে ১০ টাকা পিস দরে বিক্রি করতে গিয়ে অনেক সুযোগ সন্ধানী মানুষ দাম না দিয়েই দুটো একটি করে মিষ্টি কুমড়া নিয়ে চম্পট দিল।ঘটনাটি রবিবার সকালে মহেন্দ্রগঞ্জ বাজারে ঘটলো।

রবিবার সকালে দক্ষিণ দিনাজপুরের পতিরাম থেকে এক সব্জি ব্যবসায়ী এক ট্রাক মিষ্টি কুমড়া ১০টাকা কেজি দরে বিক্রি করবার জন্য মহেন্দ্রগঞ্জ বাজারে আনে।মুহূর্তের মধ্যে ট্রাকের চারপাশে প্রচুর মানুষ মিষ্টি কুমড়া নেবার জন্য হুমরি খেয়ে পড়ে।ট্রাক থেকে মিষ্টি কুমড়া বিক্রি করার সময় অনেকেই পছন্দমত মিষ্টি কুমড়া নিয়ে সবার সামনেই চম্পট দিল।মিষ্টি কুমড়া ব্যবসায়ী অবস্থা বেগতিক দেখে ট্রাক নিয়ে

পালিয়ে বাঁচলো কোন রকমে।আসলে যাদের পয়সা আছে যারা শিক্ষকতা করে তাদের পয়সা থেকেও নাকি আর্থিক সমস্যায় দিন কাটছে।আর সেই কারনেইতো পৌর সভায় গরিবদের জন্য বেবিফুডের লাইনে প্রাথমিক শিক্ষক বেবি ফুড নেবার জন্য শিক্ষক পদবি সরিয়ে শ্রমিক সেজে বেবি ফুড নিতে হয়।দক্ষিণ দিনাজপুরের পতিরামে আত্রেয়ী নদীর চড়ে প্রচুর কুমড়া এবং তরমুজ উৎপাদন হয়।সেখানে প্রচুর ফলন হওয়ায় ট্রাকে ট্রাকে মাল অল্প পয়সায় সেখান থেকে ক্রয় করে বিভিন্ন স্থানে বিক্রি করবার জন্য নিয়ে

 

যাচ্ছে সব্জি ব্যবসায়ীরা।।মহেন্দ্রগঞ্জ বাজারে একটি ট্রাক দাঁড়িয়ে থেকে মিষ্টি কুমড়া বিক্রি করবার জন্য দাঁড়ালে প্রচুর মানুষ আধঘন্টা ধরে সেখানে মিষ্টি কুমড়া নেবার জন্য ভিড় করলেও সেখানে কোন পুলিশের দেখা নেই লকডাউনের এই গুরুত্বপূর্ণ সময়ে।লকডাউনকে উপেক্ষা করে এত মানুষ এক জায়গায় দাঁড়িয়ে হুঁজ্যুতি করলেও সেখানে প্রশাসনের ছিলনা কোন রকম ভূমিকা।মিষ্টি কুমড়ার গাড়ি মহেন্দ্রগঞ্জ বাজার থেকে বাধ্য হয়ে চলে গেলে পরে সেখানে পুলিশের গাড়ি আসে।আর পুলিশের গাড়ি যখন ঘটনাস্থলে আসে তখন মিষ্টি কুমড়ার চেপ্টার ক্লোজ হয়ে যায়।সাধারণ মানুষের বক্তব্য পুলিশ এসে সামান্য চায়ের দোকান পানের দোকান ভিড় না থাকলেও জোর করে বন্ধ করে দিচ্ছে। অথচ বাজার চত্বরে মিষ্টি কুমড়া নেওয়কে কেন্দ্র করে বিরাট হজ্জুতি হলেও সেখানে পুলিশ এসে তা বন্ধ করতে পারলোনা কেন প্রশ্ন সাধারণ নাগরিকদের?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *