December 27, 2024

অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনে কবি প্রণাম তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায়

1 min read

অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনে কবি প্রণাম তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায়

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--২৫শে বৈশাখ প্ৰতি বছরই এলেও এবারে কবিগুরুর ১৫৯ তম জন্ম জয়ন্তী সর্বত্রই পালিত হল অনাড়ম্বর ভাবে করোনা ভাইরাসের লকডাউনের বাধানিষেধের মধ্য দিয়ে শুক্রবার।

শুক্রবার কর্নজোড়ার জেলা শাসকের দপ্তরে কবিগুরুর প্ৰতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা।উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক রীনা জোশী,উত্তর দিনাজপুর

জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলা আধিকারিক রানা দেবদাস।কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের জন্মজয়ন্তী করোনা নামক ভাইরাসের লকডাউন

কেড়ে নেবে তা ছিল অকল্পনীয়।যদিও অনাড়ম্বর অনুষ্ঠান কিন্তু ভারতের প্রতীতি মানুষের সবার হৃদয়ে রবীন্দ্রনাথ আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *