December 27, 2024

সিপিআইএম করণদিঘী এরিয়া কমিটির উদ্দ্যোগে করোনার লকডাউনে বিধ্বস্থ মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ

1 min read

সিপিআইএম করণদিঘী এরিয়া কমিটির উদ্দ্যোগে করোনার লকডাউনে বিধ্বস্থ মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ

প্রদীপ সিনহা (উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুর জেলার সিপিআই এমের করনদীঘি এরিয়া কমিটি করোনার লকডাউনে ঘর বন্দি আর্থিক দিক দিয়ে বিদ্ধস্ত মানুষদের ত্রাণ দিয়ে দুঃসময়ে পাশে দাঁড়ালো। শুক্রবার আট অঞ্চল দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী যথা চাল ,ডাল ,তৈল, আলু ,সহ বিভিন্ন সামগ্রী তুলে দিলেন।

করণদিঘী সিপিআইএম পাটি অফিস সামনে , সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূব পাল বলেন করণদিঘী আটটি অঞ্চলে গরীব মানুষ যারা দিন মজুরের কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে থাকে এই সব মানুষদের মানুষ গুলোর অবস্থা খুবই খারাপ। করণদিঘী আট অঞ্চল থেকে আর্থিক দিক দিয়ে শ্বছল ব্যক্তিদের কাছ থেকে সাহায্য তুলে আট দফায় প্রায় আড়াই হাজার গরীব দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী চাল ,ডাল, তৈল, আলু পেয়াজ, সাবান , মাস্ক সেনিডাইজার দেওয়া হয়েছে।, তিনি আরো বলেন সরকার

রেশনের চাল দিলেও সেখানে চলছে ব্যাপক দুর্নীতি। রেশনের চাল নিয়ে চলছে কালোবাজারি। সরকার পরিকাঠামো গড়ে তুলতে পারেনি। বিনা চিকিৎসায় করোণা রুগিরা মারা যাচ্ছে, সঠিক আকান্ত সংখ্যা, মৃত্যুর সংখ্যা জানাছেন না, সিপিআইএম পাটি

যেমন আন্দোলন করছেন, তেমন গরীব মানুষের পাশে আছি, তিনি আরো বলেন আজ করণদিঘী পাটি অফিসে সিপিআইএম কমী রাজু ঘোষ সহ আরো অন্যান্য কমীরা সবাই মিলে খাদ্য সামগ্রী দিলেন। আগামী দিনে আরো মানুষের পাশে থাকবো বলে উত্তর দিনাজপুর জেলার সিপিআইএম এর জেলা সম্পাদক অপূর্ব ফসল জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *