রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরসভার সমস্ত সাফাই বন্ধুদের হাতে সেনেটাইজার তুলে দেওয়া হল।–
1 min readরায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরসভার সমস্ত সাফাই বন্ধুদের হাতে সেনেটাইজার তুলে দেওয়া হল।
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--বুধবার করোনা ভাইরাসকে কেন্দ্র করে রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে রায়গঞ্জ পৌর সভার সমস্ত সাফাই কর্মীদের হাতে ৫০০ টিব১০০ লিটারের হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়।স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর – সুদেব চন্দ্র দাস,
পৌর সভার কমিশনার- সাধু বর্মন, রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্টান এর সম্পাদক- সুভ্রজতি বিশ্বাস, সহ সম্পাদক- বিশ্বদীপ চক্রবর্তী, এছাড়া প্রতিষ্টানের সদস্য সম্বিত চ্যাটার্জি, অভিজিৎ দে সরকার মিনাক্সি সরকার, পায়েল সাহা প্রমুখ।
সম্পদক শুভ্রজ্যোতি বিশ্বাস বলেন তাদের সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকটি সংস্থাকে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়।সংস্থার সহ-সম্পাদক বিশ্বদীপ চক্রবর্তী বলেন দেশের এই দুঃসময়ে তারা বিভিন্ন ভাবে আগামী দিনেও প্রয়োজনে দেবার চেষ্টা করে যাবেন।