পুলিশ কর্মীদের পাশে এসে দাঁড়ালেন উত্তর দিনাজপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম পাল।
1 min readপুলিশ কর্মীদের পাশে এসে দাঁড়ালেন উত্তর দিনাজপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম পাল।
কৃতিমান বিশ্বাস, রায়গঞ্জ সাধারণ মানুষকে এই ভয়াবহ মরণ ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য দিনরাত এক করে
পরিশ্রম করে চলেছে রাজ্য সহ সকল জেলার পুলিশ কর্মীরা। নিজেদের জীবনের বিন্দুমাত্র পরোয়া না করে সাধারণ মানুষকে এই নিষ্ঠুর মহামারী হাত থেকে রক্ষা করতে নিজেদের জীবন বাজি রেখে লড়ে যাচ্ছে সমস্ত পুলিশকর্মীরা।
এবং এই কঠোর পরিস্থিতিতে পুলিশকর্মীদের এই নিষ্ঠুর করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করতে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম পাল। ৬ মে করণদীঘি থানার পুলিশ কর্মীদের সুরক্ষায় PPE কিট্স্ এবংসবার জন্য মাস্ক ও স্যানিটাইজার প্রদান করেছেন তিনি। সাধারণ মানুষের এই চরম বিপর্যয়ের দিনে পুলিশকর্মীরা যেন সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকতে পারে এবং জনসাধারণকে যেন এভাবে আগলে রাখতে পারে সেজন্য তাদের সুরক্ষার কথা
ভেবে তাদের হাতেPPE কিটস এবং মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন উত্তর দিনাজপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম পাল।