December 26, 2024

করোনা মহামারী রুখতে সামনের সারিতে থাকা ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও প্রশাসনের কর্মীদের লালা রস পরীক্ষা

1 min read

করোনা মহামারী রুখতে সামনের সারিতে থাকা ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও প্রশাসনের কর্মীদের লালা রস পরীক্ষা

সারাদেশের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও করনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্ত থাকতে লকডাউন শুরু হয়েছে তৃতীয় পর্যায়ে। সর্বত্র দোকানপাট বন্ধ। পাশাপাশি যানবাহন বন্ধ জেলা জুড়ে। এর পাশাপাশি যে সমস্ত ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা এবং পুলিশকর্মীরা রয়েছে তারা বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলছে প্রতিনিয়ত।

জেলা প্রশাসন সূত্রে খবর এখনো অব্দি উত্তর দিনাজপুর জেলা জুড়ে করনা ভাইরাস এ কেউ আক্রান্ত হয়নি। তবুও সতর্কতাঃ দিতে কি অসুবিধা। আর তাই এবার করোনা মহামারী রুখতে সামনের সারিতে থাকা ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও প্রশাসনের কর্মীদের পরীক্ষা করানো শুরু হলো উত্তর দিনাজপুর জেলায়। সেই অনুযায়ী, এদিন রায়গঞ্জ শহরের কোভিড হাসপাতালে প্রায় ৫০ জন পুলিশকর্মীর লালারসের নমুনা সংগ্রহ করা হয়।

পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, ” লালারসের নমুনা সংগ্রহ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল রটনা ও আতংক রয়েছে। এইসব দূর করার পাশাপাশি পুলিশ কর্মীদের

পরীক্ষা করিয়ে নেওয়া হচ্ছে।কোভিড সংক্রমণের এই লড়াইয়ে সামনের সারিতে থাকা সকলেরই এই পরীক্ষা পর্যায়ক্রমে করা হবে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *