December 26, 2024

কালিয়াগঞ্জ ওম নম শিবায় জপ সেবা সমিতির উদ্যোগে এক মাস ধরে প্রতিদিন পশুদের আহারের ব্যাবস্থা করে চলছে-

1 min read

কালিয়াগঞ্জ ওম নম শিবায় জপ সেবা সমিতির উদ্যোগে এক মাস ধরে প্রতিদিন পশুদের আহারের ব্যাবস্থা করে চলছে-

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ -উত্তর দিনাজপুর–করোনা ভাইরাসের করুণায় লকডাউনে ঘর বন্দি মানুষদের জন্য সরকার থেকে খাদ্যের ব্যাবস্থা যথারীতি করলেও আমাদের সমাজের পশুপাখিদের আহারের জন্য সরকার থেকে কোন কিছু দেবার ব্যবস্থা নেই।কিন্তূ সরকার থেকে কোন ব্যাবস্থা না করলেও তাদের জন্য অনেকেই এগিয়ে এসে আহারের ব্যবস্থা করছে।

এই রকমই কালিয়াগঞ্জের ধর্মীয় সংগঠন ওম নম শিবায় জপ সেবা সমিতি লকডাউন শুরু হবার দিন থেকে আজ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় সংস্থার সদস্যরা ঘুরে ঘুরে গরু ষাঁড়, কুকুরদের প্রতিদিন খুঁজে বের করে খাবারের ব্যবস্থা করে যাচ্ছে যা এক কথায় অভাবনীয় উদ্যোগ বলা যায়।কালিয়াগঞ্জ ওম নম জপ সেবা সমিতির সম্পাদক রাধেশ্যাম তাপরিয়া জানান তারা তাদের সংস্থার মাধ্যনে প্রতিদিন এক কুইন্টাল করে আটার তন্দুল রুটি বানিয়ে পশুদের মাঠে ঘাটে খুঁজে বের করে পশুদের খাবার ব্যাবস্থা করছে বলে জানান।সংস্থার সভাপতি বাবুলাল আগরওয়াল বলেন অবলা জীবরা

 

কিছু বলতে পারেনা ঠিকই কিন্তূ তাদেরও খিদে আছে।তাই তাদের আমাদেরকেই দেখতে হবে। সংস্থার অন্যতম সদস্য ভুপেন্দ্র নারায়ণ ঝা বলেন এই পর্যন্ত আমাদের সংস্থা তিরিশ কুইন্টাল আটার তন্দুল রুটি বানিয়ে পশুদের খাবার দেওয়া হয়েছে। তিনি বলেন লকডাউন যতদিন থাকবে ততদিন আমরা এই পশুদের আহারের ব্যবস্থা করে যাবো। কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায় প্রতিদিন সন্ধ্যায় দেখা যায় মহেন্দ্রগঞ্জ এলাকার ব্যবসায়ী নারায়ণ সাহা,বলাই মহন্ত,অরপ মহন্ত ব্যাগে করে রুটি নিয়ে পশুদের খোঁজে রুটি দেবার জন্য বেরিয়ে পড়ে।উল্লেখ্য,উত্তর দিনাজপুর জেলার পিপিলস ফর এনি ম্যালস সংস্থার সম্পাদক গৌতম তাঁতিয়া সম্প্রতি তাদের সংস্থার মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনার কাছে লিখিত আবেদন করে জানিয়েছেন সরকারি ভাবে পশুদের খাবার জন্য ব্যবস্থা করা হোক।তাদের সংগঠনের মাধ্যমেও রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জে এসে পশুদের মধ্যে খাবার বিলি করেছে বলে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *