জীবন যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন রায়গঞ্জের দুই গৃহবধূ
1 min readজীবন যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন রায়গঞ্জের দুই গৃহবধূ
পিয়া গুপ্তা চক্রবর্তী মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু । ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গানের কলি আজ অক্ষর অক্ষর মিলে যাচ্ছে উত্তর দিনাজপুর জেলা বিজেপি-র সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির স্ত্রী রেখা লাহিড়ি ও গৃহবধূ প্রার্থনা দত্ত ।
সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এ ইতিমধ্যে তারা তৈরি করে ফেলেছেন মাক্স মানুষের জন্য। যা ইতিমধ্যে তাদের কাজ জেলাজুড়ে প্রশংসার কুড়িয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেই সময় বাড়িতে বসে সেলাই মেশিনে হাজার হাজার মাক্স তৈরি করে চলছেন এই দুই গৃহবধূ।
আর সেই মাক্স বিলি করছে জেলাজুড়ে বিজেপির নেতাকর্মীরা।সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে ইতিমধ্যে প্রায় সাত হাজার মাস্ক তৈরি করে ফেলেছেন তাঁরা। দেশের এই কঠিন সময়ে সাধারণ মানুষের সুরক্ষার্থে এই উপহার তুলে দিতে পেরে খুশি রায়গঞ্জের দুই গৃহবধূ।করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলছে লকডাউন। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী থেকে শুরু করে ওষুধপত্রের জন্য সাধারণ মানুষকে বাড়ির বাইরে বের হতেই হচ্ছে।
প্রায়দিন বাজারে যেতে হচ্ছে। ডাক্তার দেখাতে বা ওষুধপত্র কিনতে বের হতে হচ্ছে। নিজের পাশাপাশি অন্যের সুরক্ষার জন্য মুখে মাস্ক লাগিয়ে বাইরে বের হওয়া জরুরি। সরকারি নির্দেশিকা অনুযায়ী, সকলকে মাস্ক পরতে বলা হয়েছে।এই বিষয়ে বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, ‘প্রার্থনা ও দীপা সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে মাস্ক তৈরি করে আমাদের হাতে সেই মাস্ক তুলে দিচ্ছেন। এজন্য তাঁরা কোনও পারিশ্রমিক নিচ্ছেন না। ইতিমধ্যে সাত হাজার মাস্ক আমাদের দিয়েছেন। আরও তিন হাজার মাস্ক তৈরি করবেন তাঁরা। প্রার্থনা ও দীপার এই উদ্যোগকে প্রত্যেকে সাধুবাদ জানিয়েছেন।’