শ্রীশ্রী আনন্দমূর্তিজীর ১০০তম আবির্ভাব দিবস আশ্রমে পালন হবে
1 min readশ্রীশ্রী আনন্দমূর্তিজীর ১০০তম আবির্ভাব দিবস আশ্রমে পালন হবে
আগামী ৭ই মে ২০২০ বৃহস্পতিবার পূর্নিমা তিথিতে পরমারাধ্য গুরুদেব,আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের প্রবক্তা শ্রীশ্রী আনন্দমূর্তিজীর ১০০তম আবির্ভাব দিবস।
বিশ্বের আনন্দমার্গীরা এই দিনটিকে আনন্দপূর্নিমা হিসেবে পালন করে থাকেন।কিন্তু বর্তমানে COVID19 এর জন্য লকডাউন চলছে।এমতবস্থায় প্রশাসনের নির্দেশ মেনে এই সমস্ত কর্মসূচি স্থগিত করা হলো।এর পরিবর্তে যারা আশ্রমে থাকবেন তারাই এই বিশেষ দিনটি পালন করবেন।
এছাড়া আশ্রমের পক্ষ থেকে যার যার বাড়িতে ভক্তি সহকারে দিনটি পালন করবার জন্য আবেদন করা হয়।সঙ্ঘঠনের পক্ষ থেকে শ্রী দীপেশ পাল জানান এই শতবর্ষ পালনে রাইগঞ্জ আনন্দমার্গ প্রচারক সঙ্ঘে স্বেচ্ছায় রক্তদান শিবির,বস্ত্র বিতরন,বৃক্ষ চারাগাছ বিতরণ, নারায়ণ সেবাসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল।তা লকডাউনের জন্য
বাতিল করছি।তিনি আরও জানান এই কঠিন পরিস্থিতিতে ভারতবর্ষের সাথে আমরাও বিভিন্ন সময় দুঃস্থ মানুষদের পাশে দাড়াচ্ছি।প্রয়োজনে প্রশাসনের অনুমতি নিয়ে বার বার এই সমাজ সেবামূলক কর্মসূচিগুলি গ্রহণ করা হবে।