December 26, 2024

মদের দোকান খুলতেই ফুলের মালা পরিয়ে অভিনন্দন৷

1 min read

মদের দোকান খুলতেই  ফুলের মালা পরিয়ে অভিনন্দন৷

লকডাউনে বন্ধ মদের দোকান ৷কোচবিহারের মঙ্গলবার সরকারিভাবে কোচবিহারের খোলা হয় মদের দোকান৷সেই মত কোচবিহারের জামালদহে একটি মদের দোকানে সকাল থেকে ভিড় জমান মদ্যপ্রেমীরা ৷

সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের মালিকের তরফে দেওয়া হয়েছে বাঁশের গেট ৷সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে সেজন্য পুলিশি প্রহরাও ছিল চোখে পরার মত ৷এদিন ,দুপুর ১২ টা থেকে মদ বিক্রি শুরু হয় ৷সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পর মদের বোতল পেতেই ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান স্থানীয়রা৷লাইনের প্রথমে থাকা প্রথম ব্যক্তিকে ফুলের পালা পরিয়ে অভিনন্দন জানানো হয়৷ঐ বিষয়ে মদের দোকানের মালিক অবশ্য জানান “সামাজিক দূরত্ব মেনে লাইনে সকাল থেকে মানুষজন লাইনে দাঁড়িয়ে ছিল ,প্রথম ব্যক্তিকে ফুলের মালা পরিয়েছে স্থানীয়রা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *