December 26, 2024

আন্তর্জাতিক অনলাইন তাইকোন্ডো টুর্নামেন্টে বালুরঘাটের তিন জনের অংশগ্রহণ-

1 min read

আন্তর্জাতিক অনলাইন তাইকোন্ডো টুর্নামেন্টে বালুরঘাটের তিন জনের অংশগ্রহণ-

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)-–বিশ্বজুড়ে কোভিড-১৯ এর ভয়াবহ সংক্রমণে স্তব্ধ হয়ে গেছে মানব সভ্যতা। দেশে দেশে লকডাউন আর সবার মতো ঘর বন্দী ক্রীড়া জগতের মানুষজন। একে একে বাতিল বা পিছিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের ক্রীড়া প্রতিযোগিতা। ঠিক এই সময়েই যেন মহামারীকেই চ্যালেঞ্জ করে WTE, Daedo, Mas TKD যৌথভাবে ঐতিহাসিক একটি আন্তর্জাতিক অনলাইন তায়ক্বোন্ডো টুর্নামেন্টের আয়োজন করেছে যার নাম 1st online Deado Open European Poomsae Championship 2020। এই প্রতিযোগিতা গত ৪ই মে ২০২০ থেকে শুরু হয়ে ১০ই মে ২০২০ অবধি অনুষ্ঠিত হচ্ছে। এটি একটি ওয়াল্ড রাঙ্কিং প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়দের সাথে আমাদের দেশের তায়ক্বোন্ডো খেলোয়াড়রাও যোগ দিয়েছেন

অভিনব এই প্রতিযোগিতায়।এই অন লাইন প্রতিযোগিতায় বিশ্বের ৭৫ টি দেশের ১২০০ শো প্রতিযোগী অংশগ্রহণ করছে বলে জানা যায়। সমগ্র দেশ থেকে যে ১২০০ শো প্রতিযোগী অংশ নিচ্ছেন তাদের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরের দক্ষিণ দিনাজপুর তায়ক্বোন্ডো অ্যাসোসিয়েশনের তিনজন খেলোয়াড় রয়েছেন। অনুর্ধ ৩০ গ্রুপে মহিলা সিনিয়র বিভাগে শ্রিপ্রা বর্মন ,কিডস- ১ মহিলা অনুর্ধ ৮ বিভাগে দ্বীপ শিখা সরকার এবং কিডস-২ অনুর্ধ ১০ পুরুষ বিভাগে জীবক সমাজদ্বার অংশগ্রহণ করছে। প্রতিযোগীতার নিয়মানুসারে রেজিস্টার্ড খেলোয়াড়দের তিনটি ধাপে নির্দিষ্ট পুমসে ভিডিও রেকর্ড করে আয়োজক সংস্থা ওয়ার্ল্ড তায়ক্বোন্ডো ইউরোপের ওয়েবসাইটে আপলোড করে পাঠিয়ে দেওয়া হয় বলে সংস্থার সম্পাদক দিবাকর মন্ডল জানান।সফল খেলোয়াড়দের মেডেল, সার্টিফিকেট ছাড়াও সবচেয়ে বেশি লাইকড্ ভিডিওকে পুরস্কৃত করার ঘোষণা করেছেন আয়োজক সংস্থা। দক্ষিণ দিনাজপুর তায়ক্বোন্ডো অ্যাসোসিয়েশনের কর্ণধার তথা সম্পাদক শ্রী দিবাকর মন্ডল জানিয়েছেন“ বিশ্বব্যাপী এরকম একটি প্রতিযোগীতায় দেশের একটি প্রান্তিক জেলা থেকে তিনজনের অংশ নেওয়া বিরাট ব্যাপার। শ্রিপ্রা বর্মন নিজেই একজন তায়ক্বোন্ডো ইনস্ট্রাক্টর ও খেলোয়াড় ( উনি একলব্য রেসিডেনসিয়াল মডেল স্কুল, ফার্স্ট স্টেপস স্কুল, নিবেদিতা সেবাশ্রম গার্লস হোম, চকভৃগু নবপ্রভাত ক্লাব ও বিদ্রোহী ক্লাবের সামনে নিজে প্রশিক্ষণ দেন ) ও বাকি দুজন জীবক সমাজদার ( আত্রেয়ী ডি. এ. ভি. পাবলিক স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্র ) এবং দ্বীপশিখা সরকার ( আত্রেয়ী ডি. এ. ভি. পাবলিক স্কুলের তৃতীয় শ্রেনীর একজন ছাত্রী )দিবাকর মন্ডল বলেন আমরা আশাবাদী আমাদের জেলা থেকে যারা অংশগ্রহণ করেছেন তারা সাফল্যের মুখ দেখবেন বলেই দৃঢ় বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *