হেমতাবাদের পুলিশকর্মীদের দিলেন মাস্ক, স্যানিটাইজার ও পিপিই কিট উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল সভাপতি গৌতম পাল
1 min readহেমতাবাদের পুলিশকর্মীদের দিলেন মাস্ক, স্যানিটাইজার ও পিপিই কিট উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল সভাপতি গৌতম পাল
কোন ভাইরাসের মোকাবেলায় দিনরাত পরিশ্রম করে চলছে সমাজের বন্ধু পুলিশকর্মীরা তাদের নিজেদের জীবন বিপন্ন করে। সব সময় পুলিশকর্মীদের মানুষের কাছাকাছি গিয়ে মানুষকে সচেতন করছে। ফলে তাদের ও সুরক্ষার প্রয়োজন। এমন চিন্তা করে আজ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে হেমতাবাদ থানায় কর্মরত পুলিশ কর্মীদের জন্য মাস্ক, স্যানিটাইজার ও পিপিই কিট তুলে দিলেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল সভাপতি গৌতম পাল ।
যুব তৃণমূল জেলা সভাপতি গৌতম পাল বলেন আমাদের নিরাপদে রাখতে দিনরাত যারা পথে, তাদের নাম পুলিশ।করনা ভাইরাসের মোকাবেলা করার জন্য পুলিশকর্মীরা সমাজের বন্ধু হয়ে সবসময় মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
অথচ তাদের ও সুরক্ষা প্রয়োজন রয়েছে। সেই কথা মাথায় রেখে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ এমন উদ্যোগ নেওয়া। সমাজসেবী গৌতম পালের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে হেমতাবাদ থানার ওসি দিলীপকুমার রায় ।