দিল্লি থেকে পায়ে হেঁটে আটজন পরীযায়ী উওর দিনাজপুরে
1 min readদিল্লি থেকে পায়ে হেঁটে আটজন পরীযায়ী উওর দিনাজপুরে
দিল্লি থেকে পায়ে হেঁটে আটজন পরীযায়ী শ্রমিক বাড়ি উদেশ্য এসেছেন আজ । এর মধ্যে একজন শ্রমিক শ্যামল মহলদার বলেন ৭ দিন ধরে পায়ে হেঁটে দিল্লি থেকে এসেছেন এখন বাড়ি যাবেন চাঁচল এ।
তিনি আরো বলেন দিল্লিতে রাজমিস্ত্রী শ্রমিক কাজ করছিলেন লক ডাউন কাজ বন্ধ হয়ে পড়ে খাওয়া দাওয়া ব্যবস্থা ছিলো না, তাই আট জন মিলে বাড়ির উদেশ্য বের হয়, বেশ কয়েকটি জায়গায় তাদের আটক করে পুলিশ প্রশাসন সহ আধিকারিকরা থামাল গান দিয়ে পরীক্ষা করেন । এর পর খাওয়া দাওয়া করিয়ে তাদের ছেড়ে দেয় । বিহার পুলিশ তাদের সাথে খুব ভালো সহযোগিতা করছেন। আজ সকালে যখন বিহার থেকে পশ্চিমবঙ্গ আসেন উওর দিনাজপুর জেলার করণদিঘী থানার টুঙ্গিদিঘী দিয়ে তখন প্রশাসন আধিকারিকরা আট জন দলটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তাদের নথিপত্র দেখেন এরপর তাদের ছেড়ে দিলে আটজন দলটি চাচলে বাড়ির উদ্দেশ্যে পায়ে হেঁটে আবার ও রওনা দেন।