র্যাশন দুর্নীতি সহ একাধিক অভিযোগ ডিলারের বিরুদ্ধে
1 min readর্যাশন দুর্নীতি সহ একাধিক অভিযোগ ডিলারের বিরুদ্ধে
মোতাহার কামাল, চোপড়া: র্যাশন দুর্নীতি সহ একাধিক অভিযোগ ডিলারের বিরুদ্ধে । র্যাশন না পাওয়ার অভিযোগে ক্ষোভ চোপড়ার দাসপাড়ায়। রবিবার সকাল থেকেই দাসপাড়ায় একটি র্যাশন দোকানে উপভোক্তাদের একাংশ ক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।অভিযোগ, তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেকে কুপন পাননি। এমনও কিছু উপভোক্তা রয়েছেন
যাঁদের পুরানো কার্ড থাকলেও ডিলারের মাধ্যমে আবেদন জমা করেও তালিকায় নাম আসেনি। শনিবার সন্ধ্যা থেকেই দাসপাড়ায় বিক্ষোভ শুরু হয়। এদিন সকালে ফের গ্রাহকরা জড়ো হতে শুরু করে। এলাকার বাসিন্দা দিপালী কুন্ডু জানান,তার রেশন কার্ড আছে কিন্তু ডিলার বলছেন এখন পাবেন না। তিনদিন থেকে তাকে ঘোরানো হচ্ছে। বলছেন কূপন আসবে তারপর আসবেন।
চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজাহার উদ্দিন জানিয়েছেন, একটা সমস্যা হয়েছিল এবং সমস্যার সমাধানে সোমবার চোপড়া থানায় বিডিও ,র্যাশন ডিলার এবং যাদের অভিযোগ রয়েছে তাদেরকে নিয়ে একটি সভা আহ্বান করা হয়েছে। সেখানে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।