October 24, 2024

দাদা, ভাই, বৌদি মাস্ক কোথায় এইভাবেই রাস্তায় পথচলতি দের সতর্কতায় বর্তমানের কথা নিউজ মিডিয়া।

1 min read

দাদা, ভাই, বৌদি মাস্ক কোথায় এইভাবেই রাস্তায় পথচলতি দের সতর্কতায় বর্তমানের কথা নিউজ মিডিয়া।

জয়ন্ত বোস, কালিয়াগঞ্জ। সংবাদ মাধ্যম দেশের একটি চতুর্থ স্তম্ভ। সংবাদ মাধ্যমের অনেক দায়িত্বশীল কাজের মধ্যে জনসাধারণ কে বিভিন্ন বিষয়ে সতর্কতামূলক বার্তা দেওয়া একটি অন্যতম সামাজিক দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করতে দেখা গেল কালিয়াগঞ্জ তথা উত্তরবঙ্গের সংবাদ মাধ্যম বর্তমানের কথা।

আজ ২৫ এপ্রিল কালিয়াগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকার রাস্তায় নেমে জনসাধারণ কে সতর্কতামূলক সজাগ করতে দেখা গেল বর্তমানের কথা নিউজ মিডিয়া হাউসকে। বিষয় করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচানোর তাগিদে প্রশাসন বাধ্যতামূলক সকল জনগনকে নাক মুখে মাস্ক ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন এবং মাস্ক ব্যবহার না করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সরকার নির্দেশ জারী করেছেন।

সরকারি নির্দেশ অমান্য করে লকডাউন পরিস্থিতিতে বেশিরভাগ জনসাধারণ বিভিন্ন কাজে রাস্তায় বের হলে দেখা যাচ্ছে মাস্ক তারা ব্যবহার করছেন না কিন্তু সকলের কাছেই মাস্ক আছে, সেগুলি কেউ পকেটে রেখেছে, কেউ নাক মুখে ব্যবহার না

করে গলায় ঝুলিয়ে রেখেছে, কেউ সাইকেলে বাজারের ব্যাগে ঢুকিয়ে রেখেছে, কেউবা মাস্ক না নিয়েই চলতে গিয়ে বর্তমানের কথা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে হতেই শাড়ির আঁচল দিয়ে মুখটি ঢাকছেন।

বিশ্ব জুড়ে করোনা যেভাবে থাবা বসিয়েছে এবং সংক্রমনের আতঙ্কে মানুষ দিশেহারা হয়ে কর্মহীন গৃহবন্দি সেখানে জেনেশুনেও সচেতন হতে পারছেন না মাস্ক ব্যবহারে। আর এই মাস্ক ব্যবহার অতি আবশ্যিকতায় জনগনকে সচেতন করতেই কালিয়াগঞ্জ পৌর এলাকার বিভিন্ন রাস্তায় নেমে সচেতন করতে দেখা গেল

কালিয়াগঞ্জ তথা উত্তরবঙ্গের বিশেষ সংবাদ মাধ্যম বর্তমানের কথা কে। রাস্তায় নেমে মাস্ক ব্যবহার কতখানি যুক্তিসঙ্গত আজকের এই সচেতনতামূলক কাজে শহরের আপামর জনসাধারণ বর্তমানের কথা নিউজ মিডিয়া কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে। তেমনি এই কাজে বর্তমানের কথা নিউজ মিডিয়া কে ধন্যবাদ জ্ঞাপন করেছে কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন। বিগত দিন থেকে বর্তমান এবং

আগামী দিনেও জনসাধারণের সাথে ও পাশে থেকে সচেতনতামূলক সামাজিক দায়িত্ব পালনে অগ্রনী ভূমিকা পালন করছে নিউজ মিডিয়া বর্তমানের কথা। এই বিষয়ে বর্তমানের কথা নিউজ মিডিয়া হাউজের সহ-সম্পাদক তন্ময় চক্রবর্তী কে জিজ্ঞাসা করলে তিনি বলেন দেশের চতুর্থ স্তম্ভ হিসাবে সংবাদ মাধ্যমের একটি নৈতিক দায়িত্ব পালন করা সামাজিক প্রেক্ষাপটে। তাই এই দায়িত্ববোধ থেকে বর্তমানে করোনা মোকাবিলায় সরকার,

প্রশাসন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সংক্রমন যাতে ছড়িয়ে পরতে না পারে সেখানে জনগনের পাশে ও সাথে থেকে যেভাবে রাতদিন বিভিন্ন প্রশাসনিক কর্তাব্যক্তিরা পরিশ্রম করে চলেছেন সেখানে সামান্য রাস্তায় নেমে জনগনকে মাস্ক ব্যবহার করা কতখানি এই মুহূর্তে প্রয়োজন সেই বিষয়ে বর্তমানের কথা নিউজ মিডিয়া তার দায়িত্ব পালন করছে। সকলে যাতে সুস্থ থাকতে পারেন তার জন্যেই এই প্রচেষ্টা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *