December 25, 2024

গঙ্গারামপুর শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের উদ্দ্যোগে দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি

1 min read

গঙ্গারামপুর শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের উদ্দ্যোগে দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর– মারন রোগ করোনা মহামারীর সাথে লকডাউনের কারনে সমাজের দিন আনা দিন খাওয়া মানুষেরা গত একমাস যাবৎ সমস্ত কাজকর্ম বাদ দিয়ে ঘর বন্দি থাকার কারনে রুজি রোজগার বন্ধ হয়ে পড়েছে।হাতে নেই পয়সা অন্যদিকে সবসময়ের জন্য আতঙ্কে দিন কাটছে কখন বা করোনার ত্রাসে তাদের গরিবের সুখের সংসারে থাবা বসায়।সেই সময় তাদের অভয় দিতে সামনে

এসে দাড়ালো গঙ্গারামপুর শ্রী রামকৃষ্ণা সেবা সংঘ। সাধারণ মানুষ যে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে সেক্ষেত্রে অন্যান্য আশ্রমের মত গঙ্গারামপুর শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিলি করা শুরু হয়েছে গত ১৫ ই এপ্রিল থেকে হত দরিদ্র মানুষদের মধ্যে। শনিবার এই সংগঠনের মাধ্যমে ১৩৩জন মানুষের হাতে ত্রাণ সামগ্রী

তুলে দেওয়া হয।এই সেবা সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কর্মসূচি তাঁরা সপ্তাহের প্রত্যেক শনিবার পালন করবেন এবং মোট ১০০ জন মানুষের হাতে তা তুলে দেওয়া হবে। আরও জানান হয়েছে যে গঙ্গারামপুর রামকৃষ্ণ সেবা সংঘের

সদস্যবৃন্দের সাহায্যের মাধ্যমে এই ত্রাণ কার্য সম্পাদিত হচ্ছে যা তাঁরা আগামী দিনে সংঘের সাধ্যানুসারে পরিচালিত করবেন। এই দুঃসময়ে হত দরিদ্র মানুষদের হাতে গঙ্গারামপুর শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের সকল সদস্যদের এলাকার মানুষজন অভিনন্দন জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *