সম্বলপুর গ্রামে বাঘের পায়ের ছাপ
1 min readসম্বলপুর গ্রামে বাঘের পায়ের ছাপ
উত্তর দিনাজপুর গোয়ালপোখর ব্লকের সম্বলপুর গ্রামে বাঘের পায়ের ছাপ কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আজ সকাল থেকে । বনদপ্তর তদন্তে নেমে দেখছে এটি বাঘের পায়ের ছাপ না
অন্য কিছু। বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে সাহাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মোঃ ইলিয়াস জানান চিতাবাঘ বলে কেউ দেখেনি তবে একটি গরু ছাগল মহিষ কে
আহত করেছে এই জন্তু টি ফলে গ্রামবাসীর মধ্যে যথেষ্ট এর একটি ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।