December 25, 2024

তৃণমূল নেতা গৌতম পাল মঙ্গলবার পাঁচ হাজার মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দিল তৃণমূল যুব কর্মীদের হাতে

1 min read

তৃণমূল নেতা গৌতম পাল মঙ্গলবার পাঁচ হাজার মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দিল তৃণমূল যুব কর্মীদের হাতে

উত্তর দিনাজপুর-– উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের জেলার যুবো সভাপতি গৌতম পাল মাস্ক ও হেন্ড স্যানিটাইজার তৃণমূলের যুবো কর্মী দের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার ইসলামপুর মিউনিসিপ্যালিটির হলে ব্লক ও শহরের যুবো নেতৃত্ব দের হাতে তুলে দেন।

গৌতম পাল বলেন উত্তর দিনাজপুর জেলায় প্রায় 5000 মত মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে জেলার যুব কর্মীদের সামনের দিনে আমরা দেবো কর্মীদের ।তৃণমূলের যুব কর্মীরা যেভাবে কাজ করে যাচ্ছে সেই কারণে তাদের সুরক্ষার জন্য এই জিনিসগুলো তুলে দেওয়া হল।

করোনা ভাইরাসের কারণে ভারতবর্ষজুড়ে লকডাউন চলছে সাধারণ মানুষের সাহায্য করছে তৃণমূল যুব কংগ্রেস এর কর্মী রা সেই জন্যই এই কর্মীদের কে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হল।

গৌতমবাবু বলেন আমাদের তৃণমূলের সর্বস্তরের কর্মীরা যে ভাবে নিজের জীবম বিপণন করে করোনা ভাইরাস মুক্ত করবার জন্য কাজ করে যাচ্ছে তা অভিনন্দন যোগ্য।

 

6 thoughts on “তৃণমূল নেতা গৌতম পাল মঙ্গলবার পাঁচ হাজার মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দিল তৃণমূল যুব কর্মীদের হাতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *