December 25, 2024

ভারত-বাংলাদেশ সীমান্তে করোনার লকডাউন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্য পুলিশের শীর্ষ অধিকর্তারা

1 min read

ভারত-বাংলাদেশ সীমান্তে করোনার লকডাউন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্য পুলিশের শীর্ষ অধিকর্তারা

তপন চক্রবর্তী-বালুরঘাট- দক্ষিণ দিনাজপুর— দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে করোনার লকডাউন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্য পুলিশের শীর্ষ অধিকর্তাগন। মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের কুশমন্ডি ব্লকের শাটিমারী বিওপি ক্যাম্প,পদমকুড়ি বিওপি ক্যাম্প ও দিয়াপাড়া

বিওপি ক্যাম্প অরিদর্শন করেন রাজ্য পুলিশের ডি জি বীরেন্দ্র, স্টেট সিকিউরিটি এডভাইসার সুরজিৎ কর পুরকায়স্থ,নর্থ বেঙ্গলের আই জি আনন্দ কুমার,ডি আই জি মালদা প্রসূন বন্দোপাধ্যয়,দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক নিখিল নির্মল

এবং দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত। রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন বি এস এফ ক্যাম্পে বি এস এফ কম্যান্ডারদের সাথে সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং

পার্শবর্তী বাংলাদেশ সীমান্তে করা নজরদারির উপর বিশেষ গুরুত্ব দেন বলে জানা যায়।সীমান্ত এলাকায় কোন ভাবেই যাতে লকডাউন প্রক্রিয়া শিথিল না হয় সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *