বদলপুরে বংশীহারি ব্লক ছাত্র যুব উৎসব-যেন প্ৰকৃত অর্থেই ছাত্র ছাত্রীদের মিলন মেলার রূপ পেল
1 min readবদলপুরে বংশীহারি ব্লক ছাত্র যুব উৎসব-যেন প্ৰকৃত অর্থেই ছাত্র ছাত্রীদের মিলন মেলার রূপ পেল
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)-– রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর ও ক্রীড়া দপ্তরের উদ্দ্যোগে এবং বংশিহারী ব্লক ছাত্র যুব উৎসব কমিটির ব্যবস্থাপনায় রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল
পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর ও ক্রীড়া দপ্তরের উদ্দ্যোগে এবং বংশিহারী ব্লক ছাত্র যুব উৎসব কমিটির ব্যবস্থাপনায়।প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বংশিহারী ছাত্র যুব উৎসব কমিটির পৃষ্ঠপোষক তথা বংশিহারি পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি রীনা সরকার।স্বাগত বক্তব্য রাখেন ব্লক ছাত্র যুব উৎসব কমিটির সম্পাদক ও আহ্বায়ক তথা ব্লক যুব আধিকারিক অর্পণ শেঠ।
উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গণেশ প্রসাদ সাহা,দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম,সমাজসেবী সুরজিৎ ঘোষ,বদলপুরে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার সাহা,বিভাগীয় মন্ত্রীর প্রতিনিধি সামিউন কবির,বংশিহারি পঞ্চায়েত সমিতির
সদস্য আব্দুল মোত্তালেব,মন্ত্রী প্রতিনিধি আশীষ ঘোষ,বদলপুরে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভ্গীরথ সরকার,সমাজসেবী বাসুদেব দাস এবং বিভাগীয় মন্ত্রী প্রতিনিধি অম্বরীশ সরকার ও সমাজসেবী সুরজিৎ ঘোষ।উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী প্রতিনিধি অম্বরীশ সরকার বলেন রাজ্যের মাননীয় মুখমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের গ্রামে গঞ্জের ক্রীড়া ও সংস্কৃতির প্রতিভার বিকাশ এই ছাত্র যুব উৎসবের
মাধ্যমে হচ্ছে।আজকে আমাদের গ্রামগঞ্জের শিল্পীরা এই ছাত্র যুব উৎসবের মাধ্যমে একটা বড় প্ল্যাটফর্ম পাচ্ছে যা অভাবনীয়। শুধু তাই নয় সাথে সাথে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটতে বড় সহায়ক।সমাজসেবী সুরজিৎ ঘোষ বলেন শুধু ছাত্র যুব উৎসবই নয় আমাদের রাজ্যের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নানানভাবে বর্তমান সরকারের মাধ্যমে যে ভাবে আর্থিক সহায়তা পাচ্ছে তা এক কথায় অভাবনীয়।একদিনের এই ছাত্র যুব উৎসবে
বংশিহারি ব্লকের বিভিন্ন গ্রামের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিভিন্ন সঙ্গীতের সাথে লোকসঙ্গীত,লোকনৃত্য,আদিবাসী নৃত্য,কুইজ,অঙ্কন প্ৰর্তিযোগীতায় যে ভাবে অংশগ্রহন করেছে তাতে বলাই যেতে পারে গ্রামের ছাত্র ছাত্রীরা পড়াশোনা সাথে সাথে সংস্কৃতির চর্চায় বেশি বেশি করে অনুশীলন করছে তা আজকের যুব উৎসবই তার উজ্বল দৃষ্টান্তবহন করে।বদলপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র যুব উৎসবে যেন মানুষের ঢল নামে।জানা যায় প্ৰর্তিযোগীতা শেষে সন্ধ্যায় বহিরাগত শিল্পী সমন্বয়ে বিচিত্রানুষ্ঠান হয়।ছাত্র যুব উৎসব সফল করতে বংশিহারি ব্লক যুব দপ্তরের কর্মী শঙ্খদ্বীপ সরকারকে যথেষ্ট তৎপরতার সাথে কাজ করতে দেখা যায়।