“ভাষা দিয়ে সম্প্রতি গড়বো” এই থিমকে সামনে রেখে ২৪-২৫ সালের ৩০ তম উত্তর দিনাজপুর জেলা বইমেলার আসর বসতে চলেছে কালিয়াগঞ্জে
1 min read“ভাষা দিয়ে সম্প্রতি গড়বো” এই থিমকে সামনে রেখে ২৪-২৫ সালের ৩০ তম উত্তর দিনাজপুর জেলা বইমেলার আসর বসতে চলেছে কালিয়াগঞ্জে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৮ নভেম্বর: ” ভাষা দিয়ে সম্প্রতি গড়বো এই থিমের উপর ভিত্তি করে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ময়দানে ৩০ ডিসেম্বর শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত চলবে জেলা বইমেলার আসর। এই বইমেলা আয়োজন ঘিরে সোমবার দুপুরে কালিয়াগঞ্জ পুরসভার সভা গৃহে সাধারণ সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি,জেলা গ্রন্থাগারিক দেবব্রর কুমার দাস,পুরপ্রধান রাম নিবাস সাহা,পঞ্চায়েত সমিতির সভাপতি হীরন্ময় সরকার,
বিডিও প্রশান্ত রায়,আই সি দেবব্রত মূখার্জি,পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা,জেলা পরিষদের কর্মাধক্ষ্য নিতাই বৈশ্য, লতা সরকার,জেলা পরিষদের সদস্য রাম দেব সাহানী, বিশিষ্ট সমাজ সেবী স্বপন সরকার,সহ শিক্ষানুরাগী এবং সাংস্কৃতিক ব্যাক্তিরা সভায় উপস্থিত ছিলেন।এই আলোচনা সভার শেষে জেলা গ্রন্থাগারিক দেবব্রত দাস,জানান, এবারে ৩০ তম জেলা বইমেলার আসর বসবে কালিয়াগঞ্জে। এই নিয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় পুরসভায়।কালিয়াগঞ্জের বই মেলা বিগত দিনে বই বিক্রির দিকে শুনাম রয়েছে।যাতে সেই শুনাম বজায় তাকে তার চেষ্টা করা হবে।বই মেলা যাতে সাফল্য লাভ করে তার জন্য বিভিন্ন কমেটি গঠন করা হল।