November 20, 2024

হেলমেট পরলেও এবারে গ্রেপ্তার করবে ট্রাফিক পুলিশ, রাজ্যে চালু হল নতুন ট্রাফিক নিয়ম

1 min read

হেলমেট পরলেও এবারে গ্রেপ্তার করবে ট্রাফিক পুলিশ, রাজ্যে চালু হল নতুন ট্রাফিক নিয়ম

কের পর এক পথ দুর্ঘটনার কারণ এখন রাজ্যের রাস্তায় নিরাপত্তা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষজন রীতিমতো চিন্তায় আছেন রাস্তায় আরোহীদের নিয়ে। শুধুমাত্র আরোহীদের জীবন যে শঙ্কার মধ্যে আছে সেটা বলা যাবেনা। একইসাথে যারা রাস্তায় হাঁটছেন, তাদের জীবনও একইভাবে চিন্তার মধ্যে রয়েছে।সেই কারণে এবারে রাজ্য পরিবহন দপ্তরের তরফে একটি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে পথ সুরক্ষা নিয়ে। মূলত বাইক চালক ও আরোহীদের জন্য এই নির্দেশিকা নিয়ে আসা হয়েছে।

হেলমেট নিয়ে এবারে রাজ্য সরকারের তরফে একটি নতুন নির্দেশিকা নিয়ে আসা হয়েছে। এবার থেকে নতুন নিয়ম জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে সাধারণ যেকোনো হেলমেট পরে আর বাইক চালানো যাবেনা। এবার থেকে একটি নির্দিষ্ট মানের হেলমেট ব্যবহার করতেই হবে বাইক চালক ও আরোহীদের। রাজ্য পরিবহন দপ্তর এই ক্ষেত্রে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের নিয়ম মেনে চলছে। এই নিয়ম অনুযায়ী এবার থেকে IS 4151:2015 মানের হেলমেটই ব্যবহার করতে হবে। এর থেকে নিম্নমানের হেলমেট ব্যবহার করা যাবেনা।আগামী ২৩ নভেম্বর থেকে এই সংক্রান্ত নতুন নির্দেশিকা কার্যকর হতে শুরু করবে। পাশাপাশি, এই সংক্রান্ত প্রচার চালু হবে খুব শীঘ্রই। ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেল অ্যাসোসিয়েশন এই প্রচার চালাবে বলে জানা গিয়েছে। প্রচারের সময় কলেজ পড়ুয়াদের নির্বাচন করা হবে এবং তাদের হাতে একটি করে উচ্চ মানের হেলমেট তুলে দেওয়া হবে। হেলমেটের গুনগত মান নিয়ে কথা বলা ছাড়াও, অন্য অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই দিন সংবাদমাধ্যমকে বলেন, পথ নিরাপত্তা জোরদার করতেই এই সিদ্ধান্ত। এবার থেকে আরও কড়া হবে নজরদারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *