ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে ক্রেতা সচেতনতা প্রচার
1 min readক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে ক্রেতা সচেতনতা প্রচার
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯ নভেম্বর:উত্তর দিনাজপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে মঙ্গলবার কালিয়াগঞ্জ পৌর বাস স্ট্যান্ডে ক্রেতাদের মুখোশ নৃত্যের মাধ্যমে সচেতন করতে জেলার মুখোশ নৃত্য শিল্পীদের প্রচারের প্রধান হাতিয়ার করা হয়েছে।
জেলার ক্রেতা সুরক্ষা দপ্তরের কনজিউমার ওয়েলফেয়ার অফিসার অপূর্ব বৈরাগী বলেন গত ১২ নভেম্বর থেকে আগামী ২০ নভেম্বর পর্যন্ত উত্তর দিনাজপুর জেলার ক্রেতা সুরক্ষা দপ্তরের আঞ্চলিক দপ্তরের মাধ্যমে আমরা ক্রেতাদের সচেতন করতে ট্যাবলোর মাধ্যমে প্রচারে নেমেছি। পূর্বের তুলনায় বর্তমানে ক্রেতারা অনেকটাই জিনিস ক্রয়ের ব্যাপারে সচেতন হয়েছে বলে জানা যায়। তিনি বলেন মঙ্গলবার তারা কালিয়াগঞ্জ এবং ইটাহার ব্লক এর সর্বত্র ক্রেতাদের সচেতন করতে এই ধরনের ট্যাবলো নিয়ে প্রচার চলছে।আগামী কাল পর্যন্ত এই প্রচার চলবে বলে জানান।কালিয়াগঞ্জ শহরের পৌর বাস স্ট্যান্ডে এই প্রচার অভিযান দেখতে প্রচুর মানুষের ভিড় জমে।