October 23, 2024

মকর সংক্রান্তির গঙ্গাসাগর মেলা এখন সেজে উঠেছে

1 min read

মকর সংক্রান্তির গঙ্গাসাগর মেলা এখন সেজে উঠেছে

মকর সংক্রান্তির গঙ্গাসাগর মেলা এখন সেজে উঠেছে । গত দু’দিনে এই মেলায় প্রায় 13 লক্ষ মানুষ এসেছেন বলে দাবি করলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । তিনি

আজ গঙ্গাসাগর মেলার এক সাংবাদিক বৈঠকে জানান এবছর এই প্রথম অসুস্থ দুজন তীর্থযাত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হলো । এদের একজনের বাড়ি অসমে আরেকজন হাওড়ার আমতায় । তারা কলকাতা হাসপাতালে এখন ভালো আছেন বলে তিনি জানান ।

তিনি জানিয়েছেন এ বছর তীর্থযাত্রীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে । ১০০০ টি সিসিটিভি দিয়ে মেলা ক্ষেত্র মুড়ে দেওয়া হয়েছে । যাতে কোনভাবে কেউ অসাধু কাজ না করতে পারে । অগ্নিনির্বাপণ কেন্দ্র আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে । আজ এই সাংবাদিক বৈঠকে ছিলেন সুব্রত মুখোপাধ্যায় ছাড়াও দমকল মন্ত্রী সুজিত বসু, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা , বিধায়করা বঙ্কিমচন্দ্র হাজরা জেলাশাসক ডক্টর পি, উলগানাথন প্রমুখ । তারা পরে মেলার কন্ট্রোল রুমটি ঘুরে দেখেন ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *