October 23, 2024

চোপড়া ব্লকের হাপতিয়াগছে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

1 min read

চোপড়া ব্লকের হাপতিয়াগছে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

জয়দেব গোপ,উত্তর দিনাজপুর,৪জানুয়ারি:– চোপড়া ব্লকের হাপতিয়াগছে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এই শিবিরের আয়োজক হাপ্তিয়াগছ আজাদ সংঘ এবং সহযোগিতায় হাপ্তিয়াগছ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস।

আয়োজক ক্লাবের সম্পাদক মহম্মদ তবরেজ আলম জানান,আজকে আমাদের এই রক্তদান শিবের মোট ৪১জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। এবং মোট ১৫০জনের চক্ষু পরীক্ষা করা হয়,এরমধ্যে ১৮জনের ছানি ধরা পড়ে।তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

এদিন রক্তদান এবং চক্ষু পরীক্ষার পাশাপাশি ছিল পেট্রোল ও রান্নার গ্যাস কিভাবে সাশ্রয় করা যায় তার ওপরে আলোচনা। এবিষয়ে আলোচনা করেন,দেবাশীষ ঘোষ। উপস্থিত ছিলেন, উত্তর দিনাজপুর ও দার্জিলিং ওয়েলফেয়ার মঞ্চের কর্ণধার তথা গ্রামে গ্রামে রক্তদান শিবির আয়োজন করার মূল উদ্যোক্তা বাপন দাস।

ক্লাবের সদস্য মহম্মদ মুজাম্মেল হক, রিজুয়ান রেজা, রিপন আলম সহ অন্যান্যরা। সংগৃহিত রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হবে বলে আয়োজক সংস্থা জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *