October 21, 2024

কালিয়াগঞ্জ পৌরসভা গ্রিনসিটি প্রকল্পের মাধ্যমে ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরের সৌন্দর্য্য ফেরাতে উদ্যোগী-

1 min read

কালিয়াগঞ্জ পৌরসভা গ্রিনসিটি প্রকল্পের মাধ্যমে ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরের সৌন্দর্য্য ফেরাতে উদ্যোগী

 

তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর–অবশেষে কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জের ঐতিহ্যবাহী নাট মন্দিরের সৌন্দর্য ফেরাতে কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে গ্রিনসিটি প্রকল্পের মাধ্যমে উদ্দ্যোগ গ্রহণ করলো।মঙ্গলবার কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক পালের

নেতৃত্বে গ্রিনসিটির দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুব্রত সরকার,চন্দন ঘোষকে নিয়ে নাট মন্দির পরিদর্শনে আসেন।সেখানে নাট মন্দির কমিটির সাধারণ সম্পাদক দুলাল কুন্ডুর সাথে ছিলেন মিহির কুন্ডু,রতন কুন্ডু,সুদীপ ভট্টাচার্য(ভোলা)নাটমন্দির কমিটির অন্যতম সদস্য তথা কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা এবং সান্তনু চক্রবর্তী সহ অনেকেই।কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক পাল উপস্থিত কমিটির সদস্যদের জানান এই ঐতিহ্যবাহী নাট মন্দির টির পরিবেশ রক্ষায় শ্বার্থে তারা সরকারের গ্রিনসিটি প্রকল্পের মাধ্যমে এই মন্দিরের সৌন্দর্যায়নের কাজ শুরু করতে চায়।যার জন্য ব্যয় ধরা হয়েছে ২৫ লক্ষ টাকা।নাট মন্দিরের চারপাশে প্রাচীর না দিয়ে লোহার গ্রিলের ফেন্সিং দেওয়া হবে।মন্দিরের চারপাশে নানান ধরনের উন্নত বাহারি ফুলের গাছ,থাকবে দর্শনার্থীদের বসবার জায়গা,লাগানো হবে উন্নতমানের আলোর ব্যবস্থা।প্ৰকৃত মন্দিরের রূপ যাতে ফুটে উঠতে পারে সেই চিন্তাধারা নিয়েই গ্রিনসিটি প্রক্ল্পের আওতায় আনা হয়েছে এই মন্দিরকে।কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির কমিটির সম্পাদক দুলাল কুন্ডু পৌর পিতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন তদের মন্দির কমিটি আগামী ৫ ই জানুয়ারি কমিটির সদস্যদের নিয়ে সার্বিক আলোচনার মধ্য দিয়ে সিধান্ত নেবার জন্য সভা ডাকা হয়েছে।কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক পাল বলেন আমরা পৌর সভার পক্ষ থেকে সবদিকদিযেই প্রস্তুত।মহেন্দ্রগঞ্জ নাট মন্দির কমিটির সবুজ সংকেত পেলেই আমরা আগামী সপ্তাহেই কাজ শুরু করে দেব বলে পৌরপিতা কার্তিক পাল জানান।এলাকার অধিকাংশ মানুষের মতে এই মন্দিরের পবিত্রতা ও সৌন্দর্য আনতে এই গ্রিনসিটি প্রকল্পের মাধ্যমে কাজ শুরু করে দেওয়া উচিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *