কালিয়াগঞ্জ কৃষি মেলার সাংস্কৃতিক মঞ্চে লোকশিল্পী অরিন্দম কনকনে ঠাণ্ডাতেও জমিয়ে দিল-
1 min readকালিয়াগঞ্জ কৃষি মেলার সাংস্কৃতিক মঞ্চে লোকশিল্পী অরিন্দম কনকনে ঠাণ্ডাতেও জমিয়ে দিল
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক কৃষি মেলার সাংস্কৃতিক মঞ্চে বৃহস্পতিবার কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে লোকশিল্পী অরিন্দম সিংহের (রানা)
লোকসঙ্গীত শুনবার জন্য কৃষিবাজারে উপস্থিত হয়।সারেগাম খ্যাত লোকশিল্পী সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন ধরনের লোকসঙ্গীত গেয়ে উপস্থিত স্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে প্রায় ঘন্টাখানেক।লোকগীতি শিল্পী অরিন্দম সিংহের উদাত্ত কন্ঠের বিভিন্ন আঙ্গিকের লোকগান যার মধ্যে নিমাই সরকারের লিখা সাম্প্রদায়িক সম্প্রীতির উপর লোকগান বিশেষ তাৎপর্য বহন করে।তবে অনেক ক্ষেত্রেই
শিল্পীর গানকে ছাপিয়ে যায় তার মিউজিক হ্যান্ডস।ফলে অনেক ক্ষেত্রেই গানের কথা বোঝার কোন উপায় ছিলনা।শিল্পীকে এ ব্যাপারে অনেকটাই সতর্ক হতে হবে ভবিষ্যতের কথা ভেবে।লোকশিল্পী অরিন্দমের গান শুনবার জন্য প্রচুর মানুষের ভীড় হয়।জানা যায় তিন দিনের কৃষি মেলার প্রতিদিন ছিল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।