October 23, 2024

শুরু হল ২৭ তম জেলা বইমেলা

1 min read
অনুপ জয়সয়াল (বর্তমানের কথা) –শুরু হলো ঐতিহ্যবাহী উত্তর দিনাজপুর জেলা বইমেলা। জেলা সদর রায়গঞ্জ শহরের টাউন ক্লাব ময়দানে উত্তর দিনাজপুর জেলা বইমেলার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি। বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিধায়ক অমল আচার্য, মনোদেব সিনহা, কানাইলাল আগরওয়াল। উত্তর দিনাজপুর জেলা পরিষদ সভাপতি আলেমা নুড়ি, জেলাশাসক আয়েষা রানী এ, জেলা পুলিশ সুপার শ্যাম সিং, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসসহ জেলা প্রশাসনের আধিকারিকেরা। বইমেলা উদ্বোধনের আগে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা রায়গঞ্জের রাজপথ অতিক্রম করে বইমেলা প্রাঙ্গনে এসে পৌঁছায়।


শোভাযাত্রায় জেলা পুলিশ প্রশাসন ছাড়াও রায়গঞ্জ শহরের সবকটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে। টাউন ক্লাব মাঠে আয়োজিত জেলা বইমেলায় ১১০ টি বই এর স্টল সাজানো হয়েছে। কলকাতা, বর্ধমান, শিলিগুড়ি, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলা থেকে পুস্তক বিপণীরা তাদের বইএর সম্ভার নিয়ে পসার সাজিয়েছেন জেলা বইমেলা প্রাঙ্গনে। সেখানে যেমন রয়েছে ছোটদের রূপকথার গল্প বা গোয়েন্দা কাহিনী, তেমনি রয়েছে প্রখ্যাত সব সাহিত্যিকদের উপন্যাস। রয়েছে বিদেশী লেখকদের অমূল্য সব বইএর ভান্ডার। বইএর দোকানের পাশাপাশি রয়েছে বেশকিছু খাবারের স্টলও। বইমেলা প্রাঙ্গনে প্রতিদিন সন্ধ্যায় থাকছে স্থানীয় ও বহিরাগত শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা বইমেলা চলবে আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *