রাতের অন্ধকারে চলছে উঠ পাচার উত্তর দিনাজপুরে
1 min read শঙ্কর গুপ্তা ,বর্তমানের কথা,উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের ইসলামপুরে অবৈধভাবে উট পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশের হাতে নাতে গ্রেফতার হল নয় পাচারকারী।পুলিশ চারটি উট উদ্ধার করার পাশাপাশি ওই পাচারের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট নয়জনকে গ্রেফতার করেছে এবং বাজেয়াপ্ত করেছে দুটি পিক আপ ভ্যান।সোমবার রাতে গোয়াল পোখর থানার দেবীগঞ্জ এলাকার ঘটনা।পুলিশ জানায়,এদিন রাতে বিহার থেকে উট নিয়ে অবৈধভাবে ওই গাড়ি দুটি যাচ্ছিল চোপড়ার দিকে।সে সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ বমাল পাচারকারীদের গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসা বাদ করার পাশাপাশি পুলিশ মঙ্গলবার ইসলামপুর কোর্টে পাঠিয়েছে।ধৃতদের বাড়ি বিহার ও বাংলার বিভিন্ন থানা এলাকায়।