চোপড়ার কংগ্রেস ও তৃনমূল কংগ্রেসের সংঘর্সে উভয় পক্ষে মোট ২৪ জনকে পুলিশ গ্রেপ্তার করল
1 min read
রাজু রায়, রায়গঞ্জ [বর্তমানের কথা ]ঃ–উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়ায় কংগ্রেস ও তৃনমূল কংগ্রেসের সংঘর্সে উভয় পক্ষে মোট ২৪ জনকে রাতেই পুলিশ গ্রেপ্তার করে।চোপড়া থানার পুলিশ মঙ্গলবার ইসলামপুর মহকুমা আদালতে তুলে। এই ২৪ জন আসামীর মধ্যে কংগ্রেসের চোপড়া ব্লক সভাপতি অশোক রায় সহ দুই জন। আর তৃনমূল কংগ্রেসর ১১ জন রয়েছে।তার মধ্যে চোপড়ার দাসপাড়া অঞ্চলের তৃনমূলের কার্যকারী সভাপতি মহঃ আলি,পঞ্চায়েত সদস্য মহঃ সাইরুদ্দিন,শ্রমিক সংগঠনের নেতা জীবন রায় আছেন।