২৭ত ম উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযগীতায় পুরিয়া মহেশপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান।
1 min readতপ ন চক্রবতী :বুধবার ২৭তম উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় কালিয়াগঞ্জ ব্লকের পুরিয়া মহেশপুর উচ্চ বিদ্যলয় বালক বিভাগে চ্যাম্পিয়ানের শিরোপা পেল ।অপরদিকে রায়গঞ্জের সেন্ট যেভিয়াস বিদ্যালয় রানার্স হয়।জানা জায় পুরিয়া মহেশপুর উচ্চ বিদ্যালয় ৩৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ান হলেও রানাস দল সেন্ট যেভিয়াস পয়েন্ট 38।দুটি বিদ্যালয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লরাই অন্যদিকে বালিকা বিভাগে সুভাসগঞ্জ বিদ্যালয় ৭৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ান হয় এবং দুর্গাপুর বালিকা বিদ্যালয় 37 পয়েন্ট পেয়ে রানার্স হয় বলে জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়। খেলার শেষে বিজয়ী প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের হাতে পুরস্কার তুলে দেন পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার সাহা সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গন।আগামী জেলা বিদ্যালয়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইসলামপুর মহকুমার শকুন্তলা উচ্চ বিদ্যালয়ে।