পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর উত্তরদিনাজপুর জেলার ডালখোলায়
1 min readনিজস্ব প্রতিনিধি (বর্তমানের কথা) ঃপথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। গুরুতর আহত এক। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর জেলার ডালখোলা থানার পাতনোর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে মৃতের নাম কমল দাস। মৃতের পরিবারের লোক জানিয়েছে, পুর্নিয়া মোড় থেকে বাড়ি ফিরছিল বাইকে করে দুইজন। সে সময় ডালখোলা থানার পাতনোর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে পেছন থেকে একটি লড়ি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কমল দাসের। আহত হয় আরোএকজন। তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। ঘাতক লড়িকে আটক করেছে পুলিশ।