ভুল করে অন্য দলে চলে যাবার পড় আবার নিজেদের ঘড়ে ফিরে এলো ১৫টি পরিবার
1 min readরাজু রায়, [বর্তমানের কথা ভুল করে অন্য দলে চলে যাবার পড় আবার নিজেদের ঘড়ে ফিরে এলো ১৫টি পরিবার। বেশ কিছুদিন আগে উত্তর দিনাজপুর জেলার বরুনা গ্রাম পঞ্চায়েতের অধিন আটিয়া গ্রামে পালাবদল করে তৃনমূলের ১৫টি পরিবার বিজেপিতে যোগদান করে। তার কিছুদিনের পড় সেই পরিবার গুলি ফিরে এলো তৃনমূল কংগ্রেসে। এদিন দুপুরে বরুনা গ্রাম পঞ্চায়েতের আটিয়া গ্রামে পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে একটি সভার আয়োজন করা হয় তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই সভায় বিজেপিতে যোগদান ক্রি ১৫টি পরিবার পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা।তারা সকলেই তাঁদের দলের কর্মি ছিল ভুল করে বিজেপিতে চলে যায় তারা নিজেদের ভূল বুঝতে পেরে পুনরায় তৃনমূলে যোগদান করেছে বলে যানান ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা। তিনি আরো বলেন কালিয়াগঞ্জের ৮টি গ্রাম পঞ্চায়েত সহ পঞ্চায়েত সমিতি তৃনমূলের দখলে। এবারের গ্রাম পঞ্চায়েত থেকে সুরু করে পঞ্চায়েত সমিতিতে কোন বিরোধী বলে কিছুই থাকবে না। কারন রাজ্যের উন্নয়ন করতে পারে তাঁদের নেত্রি তথা রাজ্যের মূখ্য মন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়।