December 5, 2024

অঙ্গনওয়ারী কেন্দ্রের ঘর না থাকায় ধুলো মাটিতে কাটাচ্ছে শিশুরা

1 min read
মামুন সরকার  হরিরামপুর বর্তমানের কথা :-হরিরামপুর থানার গোকর্ন গ্রাম পঞ্চায়েতের হাতনাদাঙি গ্রামে অঙ্গওয়ারী সেন্টারের ঘর না থাকার কারণে দিদি মনি কে ঘিরে বৃক্ষব দেখালেন গ্রাম বাসীরা ।বহু দিন ধরেই একটি বাড়ির মধ্যে ৫০০ টাকা মাসিক ভাড়া   নিয়ে চলছিল এই সেন্টারটি ।ফলে সেন্টারে আসা বাচ্চা দের ছিলোনা বসার জায়গা ছিলোনা মাথার ওপরে ছাউনি খুলা আকাশের নিচে  ধুলোর মধ্যে বসে থাকতে হতো ছোট ছোট বাচ্চাদের বাড়ি থেকে পরিষ্কার ভাবে পাঠালেও ফিরত ধুলো মাটি মেখে ।
এই সেন্টারের বিষয়ে বহুবার সিডিপিও ,বিডিওকে জানালেও আশাস ছাড়া কোনো কাজ হয় নি ।ইস্থানীও গোলাম মর্তুজা   অভিযোগ করে বলেন  একদিকে সিডিপিও পুষ্টি সপ্তাহ অনুষ্ঠানে নিজে বলছেন বাচ্চা দের পরিষ্কার রাখুন হাত ধুয়ে খাওয়ার খাওয়ান তাতে অসুখ বিসুখ কম হবে ও সুস্থ থাকবে ।তাহলে কি এগুলো শুধু মানুষকে সান্তনা দেওয়া বা নিজেকে মানুষের কাছে ভালো দেখানো নাকি সবই অভিনয় ।যদি তিনি ছোট ছেলে মেয়েদের কথা ভাবতেন  তাহলে এই ধুলো মাটি মধ্যে শিশুদের বসতে হতো না।আমরা চাই আমাদের এই অঙ্গওয়ারী কেন্দ্র টির জন্য শিগ্রহী ঘর তৈরি করে দে

ওয়া হয় । নাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *