মেয়েকে বিয়ের নাম করে বিক্রির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বাবা
1 min read (বর্তমানের কথা) পূব’বধ’মান:– মেয়েকে বিয়ের নাম করে বিক্রির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বাবা ও পাত্র সহ পাঁচ জন পূব’বধ’মানের মেমারীর দখলপুরে । ধৃতদের আজ আদালতে তোলা হলে ৪ জনের ৫দিনের পুলিশি হেপাজত ও এক জনের ১৪ দিনের জেল হেপাজতের নিদে’শ দেওয়া হয়।বিয়ের নাম করে ৬ হাজার টাকার বিনিময়ে সপ্তম শ্রেনীর ঐ ছাএীকে বিক্রি করা হচ্ছিল বলে নাবালিকার মা সীমা পূজার অভিযোগ করেছেন।প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার মেমারি ২ ব্লক প্রশাসনের কাছে নাবালিকা বিয়ের চেষ্টার খবর আসে।
দখলপুর গ্রামে গিয়ে বিয়ে বন্ধ করে প্রশাসন ও চাইল্ড লাইন। পরে বিডিও জানতে পারেন বিয়ের নাম করে বাবা মেয়েটিকে বিক্রির চেষ্টা করা হচছে।।বিডিও মা ও মেয়েকে ডেকে পাঠিয়ে তাদের সাথে কথা বলেন ।